Barasat: ভারতে থেকেই জাতীয় পতাকা পোড়াচ্ছিলেন? ধরে নিয়ে গেল পুলিশ
Barasat: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবার আবু বক্কার নামে একটি স্যোশাল মিডিয়ার ওয়ালে ভারতের জাতীয় পতাকা পোড়ানোর ছবি দিয়েছিল এই যুবক। আর সহকর্মীরা সে ছবি দেখতে পায়। ওই যুবকের খোঁজ চালায়।

উত্তর ২৪ পরগনা: বাংলায় থেকে দেশবিরোধী মন্তব্য। পাকিস্তানের সমর্থনে একাধিক পোস্ট সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্তকে তারই সহকর্মীরাই ধরে পুলিশের হাতে তুলে দিল। বারাসত থানার পুলিশ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ওই ব্যক্তিকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবার আবু বক্কার নামে ওই ব্যক্তি স্যোশাল মিডিয়ার ওয়ালে ভারতের জাতীয় পতাকা পোড়ানোর ছবি পোস্ট করেছিল। আর সহকর্মীরা সেই ছবি দেখতে পায়। এরপর ওই যুবকের খোঁজ চালায়। তারপরই তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
জানা গিয়েছে, অভিযুক্ত মুর্শিদাবাদের বাসিন্দা। বারাসত হরিতলা মোড় সংলগ্ন এলাকায় এই যুবক সোনার দোকানে কাজ করত। শনিবার কর্মস্থলে আসতেই সহকর্মীরা ভারত বিরোধী কুরুচিকর পোস্টের অভিযোগে তাকে ধরে রাখে। পরবর্তীতে বারাসত থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এরপরই এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। এক ব্যক্তি অভিযোগ করে বলেন, “আমরা সকলে এখানে একসঙ্গে মিলেমিশে থাকি। কিন্তু ওই ছেলেটার বন্ধুরা দেখেন যে ও সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মন্তব্য করছে। সেই কারণেই ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”
প্রতিবেদনটি TV9 বাংলার রিপোর্টার প্রদত্ত তথ্যের ভিত্তিতে লেখা।





