BSF: বাইকের এয়ার ফিল্টার থেকে উদ্ধার ১৪ কোটির সোনা, গ্রেফতার পাচারকারী
Gold Smuggling: বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জওয়ানদের কাছে আগেই খবর ছিল লাল রঙের বাইকে করে বাংলাদেশ থেকে এ রাজ্যের রানাঘাট থেকে বানেশ্বরপুরের দিকে সোনা পাচার হবে। সেই খবর পেয়েই কর্তব্যরত জওয়ানরা বাইকটি দাঁড় করিয়ে তল্লাশি চালায়।
বাগদা: পাচারকারীর কাছ থেকে প্রায় ১৪ কোটি টাকার সোনা উদ্ধার করল বিএসএফ। জানা গিয়েছে, বাইকের এয়ার ফিল্টারের মধ্যে সোনা পাচারের চেষ্টা করছিল ওই অভিযুক্ত। তখনই বিএসএফ-এর হাতে পাকড়াও হয় সে। প্রায় ২৩ কেজি সোনা উদ্ধার হয়েছে ওই পাচারকারীর কাছ থেকে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জওয়ানদের কাছে আগেই খবর ছিল লাল রঙের বাইকে করে বাংলাদেশ থেকে এ রাজ্যের রানাঘাট থেকে বানেশ্বরপুরের দিকে সোনা পাচার হবে। সেই খবর পেয়েই কর্তব্যরত জওয়ানরা বাইকটি দাঁড় করিয়ে তল্লাশি চালায়। তখনই বাইকের এয়ার ফিল্টারের মধ্যে থেকে পঞ্চাশটি সোনার বিস্কুট উদ্ধার হয়। আটক করা হয় পাচারকারীকেও।
জানা গিয়েছে, ধৃতের নাম ইন্দ্রজিৎ পাল। উদ্ধার হওয়া সোনার ওজন ২২.৮ গ্রাম। যার বাজার মূল্য ১৪ কোটি টাকা। এই বিষয়ে বিএসএফ-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি ইন্টেলিজেন্স অমরিশ কুমার জানিয়েছেন, রানাঘাট বিওপির আমাদের সজাগ জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে। চোরাকারবারীরা বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করবার চেষ্টা চালিয়েছিল।