Aadhaar Card recovered: উনুনে পোড়ানো হচ্ছিল আধার কার্ড, ঘরে ঢুকেই চক্ষু চড়কগাছ পুলিশের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 08, 2023 | 10:12 AM

Aadhaar Card recovered: অভিযুক্তকে আটক করে নিয়ে যায় হাবরা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তির বাড়ির রান্ন ঘরের মধ্যে আধার কার্ড পুড়িয়ে ফেলছিলেন তিনি।

Aadhaar Card recovered: উনুনে পোড়ানো হচ্ছিল আধার কার্ড, ঘরে ঢুকেই চক্ষু চড়কগাছ পুলিশের
উদ্ধার প্রচুর আধার কার্ড

Follow Us

হাবরা: একগুচ্ছ আধার কার্ড পুড়িয়ে নষ্ট করার অভিযোগে আটক করা হল এক ব্যক্তিকে। শুধু তাই নয়, ওই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হল হাজার হাজার আধার কার্ড। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভার অন্তর্গত আটুলিয়া এলাকার ঘটনা। গৌরাঙ্গ সেন নামে এক ব্যক্তিকে শুক্রবার রাতে তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে। প্রথমে তাঁর উনুনের পাশে আধার কার্ড দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেগুলি পোড়ানো হচ্ছিল বলে অভিযোগ। পরে পুলিশকে খবর দেওয়া হলে, ঘটনাস্থলে যান আধিকারিকেরা। ঘরে ঢুকতেই দেখা যায়, বস্তাবন্দি অবস্থায় পড়ে রয়েছে আরও অনেক আধার কার্ড। সরকারি নথি কীভাবে ওই ব্যক্তি বাড়িতে এনে রাখলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। কেনই বা তিনি ওগুলো পোড়াচ্ছিলেন? সেটাও স্পষ্ট নয়।

অভিযুক্তকে আটক করে নিয়ে যায় হাবরা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তির বাড়ির রান্ন ঘরের মধ্যে আধার কার্ড পুড়িয়ে ফেলছিলেন তিনি। পুলিশ এসে অভিযুক্ত গৌরাঙ্গ সেনের বাড়ি থেকে বস্তা ভর্তি আধার কার্ড উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে হাবরা থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আটুলিয়া এলাকাযর বাসিন্দা হলেও অভিযুক্ত গৌরাঙ্গ সেনকে সেভাবে এলাকায় দেখা যায়নি অনেকদিন। কিছুদিন আগেই গ্রামের বাড়িতে ফিরেছেন তিনি। তিলজলা পোস্ট অফিসে কাজ করতেন বলেই দাবি করেছিলেন ওই ব্যক্তি। তাঁকে আধার কার্ডের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এগুলো বিলি করা হবে বলে রাখা হয়েছে।’ তবে পোস্ট অফিসের কর্মী হলেও এভাবে বাড়িতে আধার কার্ড রাখা যায় না বলেই জানিয়েছে পুলিশ।

Next Article