
বনগাঁ: যে রুটে মাত্র ১০ টাকাতেই যাতায়াত করা যেত, সেই রুটে এসি লোকালের টিকিট ৯০ টাকা। যাত্রা শুরু হওয়ার পর অনেকেই সন্দিহান ছিলেন, এসি লোকালে যাত্রীরা উঠবেন তো? শিয়ালদহ-বনগাঁ রুটে এসি লোকাল চালু হওয়ার পর সেই ধারণা পাল্টে গিয়েছে। ঠেকানো যাচ্ছে না ভিড়। বনগাঁ স্টেশনে গেলেই দেখা যাচ্ছে সেই ভিড়ের ছবি।
আজ, মঙ্গলবার। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস। এদিন স্টেশন থেকে ট্রেন সর্বত্রই চোখে পড়ল ভিড়। তিন আসনের সিটে চারজনকে বসতে হচ্ছে, যাত্রীরা বলছেন, ‘এটাই ট্র্যাডিশন’। এসির মধ্যেও ঘাম দেওয়ার মতো অবস্থা! তাই যাত্রীরা চান, এই রুটে অন্তত অফিস টাইমে আরও বাড়ানো হোক ট্রেন।
সকাল ৭টা ৪২ মিনিটে শিয়ালদহের দিকে যাত্রা শুরু করে এসি লোকাল। বনগাঁ এসি লোকাল দাঁড়াচ্ছে গোবরডাঙা, ঠাকুরনগর, হাবড়া, দত্তপুকুর, মধ্য়মগ্রাম, ক্যান্টনমেন্ট, আর তারপর থেকে সব স্টেশনে। প্রথমের দিকের স্টেশনগুলি থেকেই ভিড় বাড়তে থাকে।
এক যাত্রী বলেন, “এসি লোকাল চালু হওয়ায় একটু আরাম হয়েছে। আরও বেশি ট্রেন দিলে ভাল হবে। সেই সঙ্গে ভাড়াও একটু কমালে ভাল হয়। সবার পক্ষে এত ভাড়া দেওয়া সম্ভব হয় না।” বহু যাত্রীই রেল কর্তৃপক্ষকে এই এসি লোকাল চালানোর উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছেন।
প্রথম দিন ভাড়া নিয়ে অনেক যাত্রী আপত্তি জানালেও সপ্তাহ পেরোনোর আগেই দেখা গেল, ভাড়ার কথা মাথায় না রেখেই ‘কমফোর্টেবল জার্নি’ই বেছে নিচ্ছেন বনগাঁ লোকালের যাত্রীরা। এসি ট্রেনেই ভিড় জমাচ্ছেন তাঁরা।