Barrackpore: পুজো আছে বলে যুবতীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, পুলিশ দেখেই পানা পুকুরে ঝাঁপ উলঙ্গ যুবকের
Barrackpore: এলাকায় চিরুনি তল্লাশি শুরু হলেও দেখা মেলেনি যুবকের। ইতিমধ্যেই যুবকের ফোনের লোকেশনও ট্র্যাক করা শুরু করে দেয় পুলিশ। তাতেই মেলে সাফল্য। খোঁজ পেতেই গ্রেফতার করার চেষ্টা করা হয়।

ব্য়ারাকপুর: বাড়িতে পুজো আছে বলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ নিউ ব্য়ারাকপুরে। গ্রেফতার করতে গেলে পুলিশ দেখে পানা পুকুরে ঝাঁপ অভিযুক্ত যুবকের। শেষে ওই পুকুর থেকেই উলঙ্গ অবস্থায় গ্রেফতার করা হয় যুবককে। গ্রেফতার করে ব্যারাকপুর থানার পুলিশ। এদিনই অভিযুক্তকে তোলা হচ্ছে ব্যারাকপুর থানায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ও অভিযোগকারিনী পূর্ব পরিচিত। অভিযুক্ত যুবক তাঁর বাড়িতে পুজো আছে বলে ডেকে নিয়ে যায় যুবতীকে। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কোনওমতে বাড়ি ফিরেই সোজা নিউ ব্যারাকপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতা। অভিযোগ পেতেই ২২ বছরের ওই যুবকের খোঁজে এলাকায় তল্লাশি শুরু পুলিশ। ব্যাপক চাঞ্চল্যও তৈরি হয় এলাকায়।
এলাকায় চিরুনি তল্লাশি শুরু হলেও দেখা মেলেনি যুবকের। ইতিমধ্যেই যুবকের ফোনের লোকেশনও ট্র্যাক করা শুরু করে দেয় পুলিশ। তাতেই মেলে সাফল্য। খোঁজ পেতেই গ্রেফতার করার চেষ্টা করা হয়। কিন্তু, পুলিশ দেখেই চম্পট দেয় অভিযুক্ত। শেষে এলাকারই একটি পচা পানা পুকুরে উলঙ্গ অবস্থায় ঝাঁপ দেয়। সেখানে দীর্ঘক্ষণ গা ঢাকা দিয়েও থাকে। যদিও শেষ রক্ষা হয়নি। পুকুরে তল্লাশি চালাতেই খোঁজ পাওয়া যায় যুবকের। গ্রেফতার করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকার লোকজন। কঠোর শাস্তি চাইছেন নির্যাতিতার পরিবারের সদস্যরাও।





