Fire Crackers: হাবরায় ৪৯ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত, অতীতের দুর্ঘটনা মাথায় রেখে আগাম সতর্ক পুলিশ

Fire Crackers: শনিবার হাবরা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

Fire Crackers: হাবরায় ৪৯ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত, অতীতের দুর্ঘটনা মাথায় রেখে আগাম সতর্ক পুলিশ
হাবরায় পুলিশি অভিযান

| Edited By: Soumya Saha

Oct 09, 2022 | 5:13 PM

হাবরা: কালীপুজোর আগে সতর্ক পুলিশ-প্রশাসন। জায়গায় জায়গায় শুরু হয়েছে অভিযান। ধড়পাকড়ও চলছে বিভিন্ন জায়গায়। উত্তর ২৪ পরগনার হাবরায় অভিযান চালিয়ে প্রায় ৪৯ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে হাবরা থানার পুলিশ। শনিবার হাবরা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। হাবরার এক নম্বর গলি থেকে গ্রেফতার হয়েছে হরিচাঁদ কীর্তনীয়া, বানীপুর চৌমাথা থেকে গ্রেফতার করা হয়েছে আব্দুল রব গাজিকে এবং হাবরা এক নম্বর রেলগেট এলাকা থেকে পাকড়াও করা হয় বিশ্বজিৎ দত্তকে। তিনজনই নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করছিল বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, অতীতে একবার হাবরা থানায় উদ্ধার হওয়া বাজি ফেটে দুর্ঘটনা ঘটে গিয়েছিল। বছর খানেক আগের কথা। ২০১৪ সালের অক্টোবর মাস। তখনও উৎসবের মরশুম ছিল। প্রচুর পরিমাণে শব্দবাজি বাজেয়াপ্ত করে থানায় রাখা ছিল। তা থেকেই দুর্ঘটনা ঘটেছিল। বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছিল ওই ঘটনায়। তারপর থেকে আরও সতর্ক হাবরা থানার পুলিশ। বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। জায়গায় জায়গায় মাইকিং চালাচ্ছে পুলিশ। নিষিদ্ধ বাজি বিক্রি বন্ধ করতে অভিযানও চলছে।

উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি সহ ধৃত তিন ব্যক্তিকে রবিবার বারাসত আদালতে পাঠানো হয়েছে। এর পাশাপাশি রবিবার ফের হাবরা বাজারের এক নম্বর গলি ও দুই নম্বর গলির সংযোগস্থল এলাকায় একটি গোডাউন থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে হাবরা থানার পুলিশ। প্রসঙ্গত, এর আগে হাবরা থানায় যে দুর্ঘটনা ঘটেছিল, সেই কথা মাথায় রেখে নিষিদ্ধ শব্দবাজি থেকে দুর্ঘটনা এড়াতে আগেভাগেই বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে পুলিশ-প্রশাসন। হাবরা শহর সহ থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। আর সেই অভিযানে প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হচ্ছে। কালীপুজোর আগে সজাগ হাবরা থানার পুলিশ। লক্ষ্মীপুজোর আগে থেকেই তাই প্রচার কর্মসূচি চালানো হচ্ছে বিভিন্ন বাজার এলাকায় ঘুরে ঘুরে।