Hingalganj: ‘মুন্ডু কাটা হবে…শুভেন্দু জনসভা করলেই খবর’, সকাল হতেই গ্রামে পড়ল ঢি

Hingalganj Poster: এই পোস্টার চোখে পড়তেই রীতিমতো জল্পনা শুরু হয়েছে হিঙ্গলগঞ্জ জুড়ে ।যদিও যাঁর বিরুদ্ধে এই পোস্টার সেই তরুণ মণ্ডল বলেন, "আমি এই পোস্টার নিয়ে কোনও বিচলিত নয় । হিঙ্গলগঞ্জের তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই এই নোংরা রাজনীতি করছে।"

Hingalganj: মুন্ডু কাটা হবে...শুভেন্দু জনসভা করলেই খবর, সকাল হতেই গ্রামে পড়ল ঢি
এলাকায় শোরগোলImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 06, 2026 | 3:56 PM

উত্তর ২৪ পরগনা:  মুন্ডু কাটা হবে! শুভেন্দু অধিকারী জনসভা করলে খবর হবে। এবার এলাকায় পড়ল পোস্টার। আর তাই ঘিরে জল্পনা উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকায়। কিন্তু পোস্টার কারা ফেলল? শুরু হয়েছে রাজনৈতিক তরজা।  মঙ্গলবার সকালে হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকা জুড়ে বেশ কয়েকটি জায়গায় পোস্টার লক্ষ্য করা যায় । তাতে লেখা, “বিজেপি নেতা তরুণ মন্ডলের শিরচ্ছেদ করা হবে, বিজেপি নেতারা সাবধান।” এছাড়া পোস্টার লেখা রয়েছে শুভেন্দু অধিকারী ও রাজ্য নেতার জনসভা হলে খবর রয়েছে।

এই পোস্টার ঘিরে চাঞ্চল্য

আর এই পোস্টার চোখে পড়তেই রীতিমতো জল্পনা শুরু হয়েছে হিঙ্গলগঞ্জ জুড়ে ।যদিও যাঁর বিরুদ্ধে এই পোস্টার সেই তরুণ মণ্ডল বলেন, “আমি এই পোস্টার নিয়ে কোনও বিচলিত নয় । হিঙ্গলগঞ্জের তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই এই নোংরা রাজনীতি করছে।” তাঁর বক্তব্য, “তবুও ওরা ২০২৬ সালে হিঙ্গলগঞ্জের জিততে পারবে না । ওদের হার নিশ্চিত জেনে ওরা এইসব করছে।”

অন্যদিকে এলাকার দায়িত্বে থাকা তৃণমূল নেতা তুষার মণ্ডল বলেন, “যেসব এলাকায় পোস্টার পড়েছে, ওইসব এলাকায় বিজেপি, দু-একটা ভোট পায় । ওখানে কোনও বিজেপির সংগঠন নেই । কে বা কারা এই পোস্টার মেরেছে জানি না । তবে এই পোস্টার নিয়ে তৃণমূলকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে।”