Bankura: বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রাই হামলার অভিযোগ, শুরু রাজনৈতিক তরজা
Bankura: বাঁকুড়ার ইন্দাস ব্লকের বামনিয়া গ্রামের হাটতলায় আজ পরিবর্তন সংকল্প যাত্রা কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা বিজেপি নেতা রাহুল সিনহার। সেই কর্মসূচি উপলক্ষে এলাকার বিভিন্ন জায়গায় দলের পতাকা ও ফেস্টুন টাঙায় বিজেপি কর্মীরা।

বাঁকুড়া: বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার আগেই বিজেপির পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ইন্দাসে। বাঁকুড়ার ইন্দাস থানার বামনিয়া গ্রামের এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, ঘটনার জন্য দায়ী বিজেপির নব্য বনাম পুরানো দ্বন্দ্ব।
বাঁকুড়ার ইন্দাস ব্লকের বামনিয়া গ্রামের হাটতলায় আজ পরিবর্তন সংকল্প যাত্রা কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা বিজেপি নেতা রাহুল সিনহার। সেই কর্মসূচি উপলক্ষে এলাকার বিভিন্ন জায়গায় দলের পতাকা ও ফেস্টুন টাঙায় বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দাবি বিজেপি পতাকা টাঙাতেই তৃণমূলের লোকজন বিজেপির পতাকা ঢাকা দিয়ে নিজেদের পতাকা টাঙিয়ে দেয়। বিজেপি কর্মীদের দাবি, এরপরেও শান্ত হয়নি তৃণমূল।
আজ বিজেপির একাধিক পতাকা ও ফেস্টুন তৃণমূল কর্মীরা ছিঁড়ে পুকুরের জলে ফেলে দেয় বলে অভিযোগ। বিজেপি ইন্দাস মন্ডল ২ সভাপতি বিপ্রদাস অধিকারী বলেন, “সন্ত্রাসের পরিবেশ তৈরির উদ্যেশ্যেই এভাবে বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।” অভিযোগ উড়িয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের দাবি, “তৃণমূল এই ধরনের কাজে বিশ্বাসী নয়। বিজেপির নতুন বনাম পুরানো দ্বন্দ্বেই এই ঘটনা ঘটেছে।”
