AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: ‘ঠান্ডার মধ্যে এসব মাথাতেও আসে কীভাবে…’, ৭ ডিগ্রির মধ্যে হাইওয়েতে ধারে বাইকেই ঠিক কী করছিলেন ওঁরা, গা গরম হয়ে উঠল সকলের

Bankura Accident: বাঁকুড়া শহরের চাঁদমারিডাঙা এলাকায় পুলিশ সুপারের দফতর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গতকাল রাত এগারোটা নাগাদ বাইক নিয়ে স্টান্ট করে তা মোবাইলে ভিডিয়ো করছিল কয়েকজন যুবক। এই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকগুলি একে অপরের সঙ্গে ধাক্কা খেলে মোট ৪ টি বাইকে থাকা, ৪ আরোহী রাস্তার উপর ছিটকে পড়েন।

Bankura: 'ঠান্ডার মধ্যে এসব মাথাতেও আসে কীভাবে...', ৭ ডিগ্রির মধ্যে হাইওয়েতে ধারে বাইকেই ঠিক কী করছিলেন ওঁরা, গা গরম হয়ে উঠল সকলের
বাইক নিয়ে দুর্ঘটনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 06, 2026 | 10:45 AM
Share

বাঁকুড়া: কনকনে ঠান্ডা! সমতলেই যেন মিলছে পাহাড়ের অনুভূতি। তার মধ্যেই বাইক নিয়ে স্টান্টবাজি। আর শীতের ভোরে হাত গেলে কাঁপে। স্টান্ট করতে গিয়ে বেকায়গায় বাইক চালক। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পরস্পরকে ধাক্কা মারল চারটি বাইক। ভয়ঙ্কর দুর্ঘটনা বাঁকুড়া শহরে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন চার বাইক আরোহী। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়। পরে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বাঁকুড়া শহরের চাঁদমারিডাঙা এলাকায় পুলিশ সুপারের দফতর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গতকাল রাত এগারোটা নাগাদ বাইক নিয়ে স্টান্ট করে তা মোবাইলে ভিডিয়ো করছিল কয়েকজন যুবক। এই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকগুলি একে অপরের সঙ্গে ধাক্কা খেলে মোট ৪ টি বাইকে থাকা, ৪ আরোহী রাস্তার উপর ছিটকে পড়েন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে দ্রুত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায় পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই ৪ বাইক আরোহীরই আঘাত গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা বলেন, “রাস্তার ধারে আমরা দাঁড়িয়ে দেখছিলাম। এই ঠান্ডার মধ্যে মাথা খারাপের মতো কাজ। এই সব স্টান্টবাজি করতে গিয়ে বাকি লোকেদের সমস্যা। এই রাস্তায় এরকম হয়ে থাকে। আগেও হয়েছে। আমাদের বক্তব্য প্রশাসন এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করুক।”