India-Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে তৎপরতা বাড়াচ্ছে ভারতীয় সেনা, বড় কিছুর আশঙ্কা?
Indian Army: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ৪, ৬ এবং ৮ মাউন্টেন ডিভিশনের জওয়ানরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সেই রেজিমেন্টের বাহিনীর একাংশকেও ইতিমধ্যেই উত্তর-পূর্ব ভারতের সীমান্তবর্তী অংশের আশেপাশে মোতায়েন করা হয়েছে বলে সেনা সূত্রে খবর।

কলকাতা: এবার উত্তর-পূর্বে ভারত-বাংলাদেশ সীমান্তে মুক্তিযুদ্ধের সময় লড়াই করা ভারতীয় সেনা রেজিমেন্টের জওয়ানদের মোতায়েন। বড় কিছুর আশঙ্কা করছে ভারত? পাকিস্তানের সঙ্গে মাখামাখি বা সীমান্তের অদূরে বাংলাদেশের ভূখণ্ডে চিনের প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের আনাগোনা কি ভারতকে নতুন করে ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে ভাবতে বাধ্য করছে? জল্পনা ক্রমেই বাড়ছে।
এবার ভারত-বাংলাদেশ সীমান্তে সেই রেজিমেন্টকে মোতায়েন করা হয়েছে যার জওয়ানরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল। এমনকী যুদ্ধেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ভারতীয় সেনা সূত্রে খবর, উত্তর-পূর্ব ভারতের ভারত বাংলাদেশ সীমান্তের ত্রিপুরা, মিজোরাম সহ একাধিক জায়গায় এই রেজিমেন্টের বাহিনী মোতায়ন করা হয়েছে। পূর্বাঞ্চলীয় সেনা সদর দফতরের সূত্র মারফত জানা যাচ্ছে, ভারতীয় সেনার ৩৩ নম্বর কোরের ২০ নম্বর মাউন্টেন ডিভিশনের বাহিনী এই সীমান্তবর্তী অংশে মোতায়েন করা হয়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ৪, ৬ এবং ৮ মাউন্টেন ডিভিশনের জওয়ানরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সেই রেজিমেন্টের বাহিনীর একাংশকেও ইতিমধ্যেই উত্তর-পূর্ব ভারতের সীমান্তবর্তী অংশের আশেপাশে মোতায়েন করা হয়েছে বলে সেনা সূত্রে খবর। সেনার একাংশ জানাচ্ছে, এই রেজিমেন্ট মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সঙ্গে যাবতীয় যুদ্ধের প্রশিক্ষণ আদান-প্রদান এবং অন্যান্য কৌশল কিভাবে নেওয়া হয়, তা যৌথভাবে কাজ করেছিল। বর্তমানে রেজিমেন্টের বিভিন্ন প্রশিক্ষণে সেই মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন কৌশলগুলি এখনও ভারতীয় জওয়ানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উত্তর-পূর্ব ভারতের সেনা প্রশিক্ষণ ছাউনিতে মুক্তিযুদ্ধের একাধিক প্রশিক্ষণের পাঠ এখনও দেওয়া হয় জওয়ানদের। আর সেকারণেই এই রেজিমেন্টের বাহিনীদের মোতায়েন করা হয়েছে উত্তর-পূর্ব ভারতের ভারত বাংলাদেশ সীমান্তের আশেপাশে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। ইতিমধ্যেই ভারতীয় সেনা মিজোরামে উত্তর-পূর্ব ভারতের সবথেকে বড় সেনা ছাউনি তৈরি করছে।
চিকেন নেক করিডরকে সুরক্ষায় তিনটি নতুন সেনা ছাউনি তৈরি করা হয়েছে। এমনকি ব্রহ্মস এবং এস ৪০০ ও উত্তর-পূর্ব ভারত এবং চিকেন নেক করিডোর সুরক্ষায় মোতায়েন করা হয়েছে। তবে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ পাওয়া রেজিমেন্টের বাহিনী মোতায়ন করা প্রতিরক্ষামন্ত্রকের অন্যতম মাস্টার স্ট্রোক বলে মনে করছেন সামরিক বিশারদরা।
