Aadhaar Update: আপনার দরকারি কাজ আটকে যেতে পারে, ২০২৬ সালে Aadhaar Card-এ এই আপডেট করতেই হবে
Aadhaar Card News: শিশুদের জন্য রয়েছে বাল আধার। পাঁচ বছর হওয়ার আগে এবং পাঁচ বছর হওয়ার পরে দুইবার আধার কার্ড আপডেট করতে হবে। সন্তানের পাঁচ বছর বয়স হলে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। এরপরে আবার ১৫ বছর বয়সে আবার বায়োমেট্রিক আপডেট করতে হবে।

নয়া দিল্লি: নতুন বছরে আধার কার্ড নিয়ে বড় আপডেট। আধার কার্ডের (Aadhaar Card) তথ্য় ঠিক না থাকলে বা তা আপডেটেড না থাকলে, অনেক সময়ই সমস্যায় পড়তে হয়। সম্প্রতিই আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI) আধার কার্ডের অপব্যবহার রুখতে একাধিক নিয়ম ও আপডেট এনেছে।
আধার নিয়ামক সংস্থার তরফে বলা হয়েছে যে বাধ্যতামূলকভাবে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে। যদি ১০ বছর অন্তর তথ্য আপডেট না করেন, তাহলে একাধিক পরিষেবা আটকে যেতে পারে। তবে এক্ষেত্রে বলে রাখা দরকার, ১০ বছর অন্তর আধার কার্ড আপডেটের অর্থ এই নয় যে আধার কার্ড আপডেট না করলে, তা বাতিল হয়ে যাবে পুরোপুরি। এটি হল ভেরিফিকেশনের প্রক্রিয়া।
ইউআইডিএআই দেশের নাগরিকদের তাদের পরিচয়পত্র ও ঠিকানা পুনরায় নিশ্চিত বা কনফার্ম করতে বলেছেন, যেহেতু আধার কার্ডে থাকা তথ্য ১০ বছরের পুরনো। আধার কার্ডের তথ্য নির্ভুল রাখতেই এই উদ্যোগ। যদি কেউ আধার আপডেট না করিয়ে থাকেন, তাহলেও তাঁর আধার কার্ড সক্রিয় থাকবে। তবে যেহেতু ব্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানই আপডেটেড তথ্য চায়, তাহলে আধার কার্ড আপডেট না থাকলে সমস্যা হতে পারে।
আধার কার্ডের ফোটোকপি বা জেরক্স কপির ব্যবহার কমাতে কিউআর কোডের ব্যবস্থা করা হয়েছে। কোড স্ক্যান করেই যাবতীয় তথ্য জানা যাবে।
এছাড়া শিশুদের জন্য রয়েছে বাল আধার। পাঁচ বছর হওয়ার আগে এবং পাঁচ বছর হওয়ার পরে দুইবার আধার কার্ড আপডেট করতে হবে। সন্তানের পাঁচ বছর বয়স হলে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। এরপরে আবার ১৫ বছর বয়সে আবার বায়োমেট্রিক আপডেট করতে হবে।
