I-PAC এ ইডি হানা, বিকেল ৪টেয় বিরাট স্ট্র্যাটেজি নিল তৃণমূল
ED on I-PAC: আইপ্য়াকের অফিসে ইডি হানা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনিও বলছেন, “মানুষ উপযুক্ত জবাব দেবে। যেহেতু অভিষেক জেলায় ঘুরে বেড়াচ্ছেন তাই ব্যতিব্যস্ত করার চেষ্টা। SIR-ও করব আবার ইডি সিবিআই পাঠাব, দুর্যোধনের মতো করছে। অবিজেপি সব রাজ্যে এরকম করেছে।”

কলকাতা: আইপ্যাকের অফিসে ইডি হানা দিতেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী ছুটে গেলেন সেক্টর ফাইভের অফিসে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তোপের পর তোপ দাগলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। রাজ্যজুড়ে প্রতিবাদেরও ডাক দিলেন। সল্টলেক থেকে বললেন, “আজ বিকাল ৪টে থেকে সব ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে এর প্রতিবাদে মিছিল হবে। তৃণমূলকে এইভাবে বিজেপির আক্রমণ করা, বিজেপির এই চুরি-ডাকাতি-লুঠের বিরুদ্ধে প্রতিবাদ হবে। আমি বলি যদি ক্ষমতা থাকে তাহলে সামনা-সামনি লড়ো, ভোটারের নাম বাদ দিয়ে, ডেটা চুরি করে, বাংলার মানুষের উপর অত্যাচার করে যদি মনে করো টিকে থাকবে তাহলে জেনে রেখো যদি বাংলাকে বিরক্ত করো তাহলে গোটা দেশ বিরক্ত হবে।”
আইপ্য়াকের অফিসে ইডি হানা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনিও বলছেন, “মানুষ উপযুক্ত জবাব দেবে। যেহেতু অভিষেক জেলায় ঘুরে বেড়াচ্ছেন তাই ব্যতিব্যস্ত করার চেষ্টা। SIR-ও করব আবার ইডি সিবিআই পাঠাব, দুর্যোধনের মতো করছে। অবিজেপি সব রাজ্যে এরকম করেছে।”
কয়লা দুর্নীতি মামলায় দিল্লিতে করা অভিযোগের ভিত্তিতে এদিন আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। হানা দেয় সল্টলেকে আইপ্যাকের অফিসেও। খবর পেতেই প্রতীক জৈনের বাড়িতে ছুটে যান মমতা। লাউডন স্ট্রিটে যেতে দেখা যায় সিপি মনোজ ভর্মাকে। এদিকে এই ইস্যুতে তোলপাড় শুরু হয়েছে গোটা রাজ্যজুড়েই। হিন্দোল রাজনৈতিক আঙিনাতে। তৃণমূলের বিরুদ্ধে তোপের পর তোপ দাগতে শুরু করেছে বিজেপি। এখন দেখার শেষ পর্যন্ত জল কতদূর গড়ায়।
