AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Egra: ভোটের আগে শুভেন্দুর জেলায় নতুন ‘খেলা’, চাপে শাসকদল

TMC leaders resignation: পদ থেকে ইস্তফা দেওয়া নেতারা জানিয়েছেন, তাঁরা এগরা শহর তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ছিলেন। দলের একজন সাধারণ কর্মী হিসেবে তাঁরা দলনেত্রীর নির্দেশ পালন করে এসেছেন এবং ভবিষ্যতেও করবেন। কিন্তু বর্তমান পরিস্থিতির চাপে পড়ে তাঁরা সাংগঠনিক পদগুলি থেকে অব্যাহতি চাইছেন।

Egra: ভোটের আগে শুভেন্দুর জেলায় নতুন 'খেলা', চাপে শাসকদল
কী বলছেন পদত্যাগকারী তৃণমূল নেতারা?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 07, 2026 | 2:37 PM
Share

এগরা: দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তার আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। এগরায় দলের পদ থেকে ইস্তফা দিলেন একাধিক নেতা। তাঁরা ইস্তফাপত্র পাঠালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইস্তফাপত্রের প্রতিলিপি পাঠিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। ভোটের আগে একাধিক নেতার একসঙ্গে পদ থেকে ইস্তফায় বিপাকে পড়েছে শাসক শিবির। এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ককে গ্রেফতারির জেরেই নেতাদের এই ইস্তফা কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এগরা শহর তৃণমূল নেতৃত্বের গণইস্তফা নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে পদ্ম শিবির।

এগরা শহর তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের পদাধিকারীরা গত ৫ জানুয়ারি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রের প্রতিলিপি অভিষেক ও জেলাস্তরের নেতাদের কাছেও পাঠিয়েছেন। কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষকান্তি পণ্ডা, জেলা দলের চেয়ারম্যান ও স্থানীয় বিধায়ক তরুণ মাইতি, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং এগরা শহর তৃণমূলের সভাপতি জয়ন্ত সাউকেও ওই নেতারা পদত্যাগপত্রের প্রতিলিপি পাঠিয়েছেন।

পদ থেকে ইস্তফা দেওয়া নেতারা জানিয়েছেন, তাঁরা এগরা শহর তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ছিলেন। দলের একজন সাধারণ কর্মী হিসেবে তাঁরা দলনেত্রীর নির্দেশ পালন করে এসেছেন এবং ভবিষ্যতেও করবেন। কিন্তু বর্তমান পরিস্থিতির চাপে পড়ে তাঁরা সাংগঠনিক পদগুলি থেকে অব্যাহতি চাইছেন। পদত্যাগপত্রে অন্ততকুমার পাহাড়ি, কমললোচন খাটুয়া, উমাপদ সাউ, অরুণকুমার পাত্র -সহ ৯ জন নেতার স্বাক্ষর রয়েছে। পদত্যাগপত্রে তাঁরা উল্লেখ করেছেন , এগরা পৌরসভার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণেই তাঁরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। চিঠিতে তাঁরা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। ইস্তফাপত্র পাঠানোর পর ওই নেতারা জানিয়েছেন, এখন থেকে একজন সাধারণ তৃণমূল কর্মী হিসেবে কাজ করে যাবেন তাঁরা।

সরকারি জমি বেআইনিভাবে লিজ দেওয়া এবং আর্থিক দুর্নীতির অভিযোগে কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ককে। দলের নেতাদের গণইস্তফার পিছনে স্বপন নায়কের গ্রেফতারির ঘটনা রয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। পদত্যাগকারী নেতারা এই নিয়ে কিছু বলতে চাননি। নেতাদের পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে শাসকদলের জেলা নেতৃত্ব এখনও কোনও মন্তব্য করেনি। জেলা নেতৃত্ব এই ইস্তফা গ্রহণ করবেন, নাকি আলোচনার মাধ্যমে ক্ষোভ প্রশমন করবেন, সেদিকেই তাকিয়ে রয়েছে জেলার রাজনৈতিক মহল।

তৃণমূল নেতাদের গণইস্তফা নিয়ে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য তন্ময় হাজরা বলেন, “তৃণমূলের মুষলপর্ব শুরু হয়েছে। গতকাল স্বপনবাবুর গ্রেফতারির প্রতিবাদে নাগরিক সমাজ রাস্তায় নেমেছিল। আজকে তৃণমূলের পদাধিকারীরা ইস্তফা দিয়েছে। ছাব্বিশের নির্বাচনে এগরা থেকে তৃণমূল মুছে যাবে। তাই, তৃণমূলের পদাধিকারীরা এখন ইস্তফা দিচ্ছেন। আগামিদিন দেখা যাবে, এগরা ১ ও ২-র তৃণমূলের পদাধিকারীরা ইস্তফা দেবেন। কারণ, তৃণমূলের আর কোনও ভবিষ্যৎ নেই। তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার।”