AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: সূর্য ডুবতেই দিঘায় ঘটে গেল বড় ঘটনা, হাহুতাশ করছেন সকলে

Purba Medinipur: দিঘা হাসপাতালের সামনে খাবারের দোকান থেকে আরও অনেক প্রয়োজনীয় দোকান রয়েছে। সেখান থেকে প্রচুর মানুষ প্রতিদিন কেনাকাটি করে থাকেন। ফুটপাথের উপর অবস্থিত ওই দোকানগুলি। স্থানীয় সূত্রে খবর, রাত দু'টো নাগাদ কাউকে কিছু না জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের সামনে কিছু দোকান ভেঙে দেওয়া হয়।

Digha: সূর্য ডুবতেই দিঘায় ঘটে গেল বড় ঘটনা, হাহুতাশ করছেন সকলে
দিঘায় কী ঘটেছে?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 08, 2026 | 11:02 AM
Share

দিঘা (পূর্ব মেদিনীপুর): দিঘার নাম শুনলেই প্রথমে মাথায় আসে সমুদ্র আর পর্যটকদের আনাগোনা। সমুদ্র সৈকতে সারি-সারি দোকান। সেখান থেকে প্রচুর কেনাকাটা খাওয়া-দাওয়া ইত্যাদি-ইত্যাদি। তবে, সেই দিঘাতেই রাতের অন্ধকারে ঘটল ভয়ঙ্কর ঘটনা। জানা যাচ্ছে, দিঘা হাসপাতালের সামনে বিক্ষোভ। কোনও নোটিস ছাড়াই রাতের অন্ধকারে ভাঙা হল কেন? প্রশ্ন তুলে রাস্তায় দোকানিরা।

দিঘা হাসপাতালের সামনে খাবারের দোকান থেকে আরও অনেক প্রয়োজনীয় দোকান রয়েছে। সেখান থেকে প্রচুর মানুষ প্রতিদিন কেনাকাটি করে থাকেন। ফুটপাথের উপর অবস্থিত ওই দোকানগুলি। স্থানীয় সূত্রে খবর, রাত দু’টো নাগাদ কাউকে কিছু না জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের সামনে কিছু দোকান ভেঙে দেওয়া হয়। সেই কারণে স্থানীয় লোকেদের বিক্ষোভ দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সামনের মূল রাস্তায়। এই বিক্ষোভের জেরে সাময়িক সমস্যা হয় ‘ওল্ড’ দিঘা থেকে নিউ দিঘা যাওয়া ক্ষেত্রে।

চা বিক্রেতা এক মহিলা বলেন, “রাত বারোটার সময় দোকান বন্ধ করে যাই। এরপর ভোর চারটের সময় লোকজন বলল আপনার দোকান ভেঙে দেওয়া হয়েছে। এরপর আমরা থানায় এসে বললাম। পুরো দোকান ভেঙে দিয়েছে।” আরও একজন বলেন, “এই অবরোধ উঠবে না। বিনা কোনও নোটিসে আমাদের লক্ষ-লক্ষ টাকার জিনিস রেখেছিলাম এখানে। সেগুলো জেসিবি দিয়ে উল্টে দেওয়া হয়েছে। রাত দুটোর সময় যখন আমরা ঘুমোচ্ছি তখন দেখি বিনাস। কিছু নেই। সব শেষ। আমরা পথ অবরোধ করব। কেন এটা করল আমি জানি না কিছু। আমাদের বলত সরিয়ে নিতে।”

দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক সুরজিৎ পন্ডিত বলেন, “এই ধরনের কোনও ঘটনার সঙ্গে আমরা যুক্ত নই। আমি এখানে এসেছি, এদের সঙ্গে কথা বলছি। একটা ভিডিয়ো সমাজমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। পর্ষদকে বদনাম করার জন্য এসব করা হচ্ছে। আমরা থানায় যাব।”