West Bengal News Today Live: ‘অতিসক্রিয়তা’র অভিযোগ, ইডির বিরুদ্ধে হাইকোর্টে তৃণমূল
Breaking News in Bengali Live Updates: রাজ্যের এ প্রান্ত থেকে অন্যপ্রান্তে সভা করছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। তবে শুধু রাজনৈতিক প্রচার নয়, একই সঙ্গে চলছে এসআইআর-এর শুনানিও। আজ সারাদিন কী হয়, নজর থাকবে সেখানেও...

ভোটের দামামা বাজতে শুরু করেছে। জেলায়-জেলায় পথে নেমে গিয়েছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা। ভোট প্রচারে একদিকে যেমন ছুটছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তেমনই অন্যদিকে ছুটছেন বিজেপি নেতৃত্বে। রাজ্যের এ প্রান্ত থেকে অন্যপ্রান্তে সভা করছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। তবে শুধু রাজনৈতিক প্রচার নয়, একই সঙ্গে চলছে এসআইআর-এর শুনানিও। আজ সারাদিন কী হয়, নজর থাকবে সেখানেও…
LIVE NEWS & UPDATES
-
এজেন্সির বিরোধিতায় মমতার মিছিল
শুক্রবার রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে হাজরা মোড় পর্যন্ত চলবে প্রতিবাদ মিছিল।
-
হাইকোর্টে তৃণমূল
অভিযোগ তুলেছিলেন মমতা। ইডির ‘অতিসক্রিয়তা’কে হাতিয়ার করেছিলেন তিনি। দাবি করেছিলেন, যেখানে দলের এত নথি, সেখানে ভোটের আগে অভিযান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ‘নথি চুরির’ অভিযোগ তুলেছিলেন তিনি। এবার সেই ইডির বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ রাজ্যে শাসকশিবির। মামলায় অনুমতি দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। আগামিকাল, শুক্রবার শুনানির সম্ভবনা।
-
-
ইডির বিরুদ্ধে থানায় যেতে পারে প্রতীকের পরিবার
ইডির বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার সম্ভবনা রয়েছে প্রতীক জৈনের পরিবারের তরফ থেকে। I-PAC-এর কর্ণধারের পরিবারের অভিযোগ, বলপূর্বক পরিবারের সকল সদস্যকে আটকে রেখেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি, কোনও রকম নোটিস ছাড়াই তাদের আবাসনে বা ব্যক্তিগত পরিসরে প্রবেশের অভিযোগ আনা হতে পারে ইডির বিরুদ্ধে।
-
শাহকে বিঁধলেন মমতা
- আইপ্যাকের অফিসে ইডি হানা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দুষে মুখ্যমন্ত্রী বললেন, ‘নটি হোম মিনিস্টার, ন্যাস্টি হোম মিনিস্টার’।
- মমতা বলেন, “প্রতীক জৈনের বাড়িতে ইডি পাঠিয়েছে। আইটি ইনচার্জের বাড়িতে সব হার্ডডিস্ক হাইজ্যাক করতে এসেছিল। সমস্ত প্রার্থীর তালিকা, পার্টির প্ল্যান, স্ট্র্যাটেজি হাতিয়ে নিয়ে যেতে এসেছিল।”
- তারপরই অমিত শাহকে বিঁধে বলেন, “এটাই কি অমিত শাহের কাজ? যে আমার দলের সমস্ত তথ্য সংগ্রহ হাতিয়ে নেওয়া।”
- স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধে তিনি বলেন, “তিনি দেশকেই রক্ষা করতে পারে না।” এরপর আইপ্যাকের গোদরেজ ওয়াটার সাইডের অফিসে চলে যান মমতা। সেখানে থেকে দেখা যায়, গাদা গাদা ফাইল বার করে তোলা হয় গাড়িতে। আর এই ফাইল ঘিরে রহস্য দানা বেঁধেছে।
-
সব টেবিল ফাঁকা: মমতা
- তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসে তল্লাশি ইডির।
- সল্টলেক সেক্টর ফাইভে অবস্থিত সেই অফিসে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রের গোয়েন্দারা।
- মমতা বলেন, “ভোর রাত থেকে চলছিল তল্লাশি। আইপ্যাক তৃণমূলের ভোট কুশলী। এটা ক্রাইম। সব কাগজ ছিনিয়ে নেওয়া লুঠ করা এটা করা ঠিক হয়েছে? নতুন করে আবার ফাইল তৈরি করতে করতে তো ভোট পেরিয়ে যাবে।”
- তিনি এও বলেন, “আমাদের পার্টির সব ডেটা, ল্যাপটপ, আই ফোন, পার্টির যাবতীয় তথ্য এমনকি এসআইআর সংক্রান্ত নথি সব ফরেন্সিক টিম নিয়ে এসে ট্রান্সফার করেছে। সব টেবিল ফাঁকা।”
-
-
প্রতীকের জন্য ময়দান ছাড়লেন না মমতা
- বিকাল সাড়ে চারটে নাগাদ গোদরেজ ওয়াটার সাইডে অফিসে এসে পৌঁছন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন।
- সেই দুপুর থেকেই প্রতীক জৈনের অপেক্ষায় অফিসেই বসে ছিলেন তিনি। স্পষ্ট করে জানিয়ে জেন, প্রতীক না আসা পর্যন্ত তিনি এখানেই থাকবেন। প্রায় তিন ঘণ্টা তিনি অফিসে অপেক্ষা করেন।
- মমতা বলেন, “বাংলার উপর যে হামলা ওরা করেছে এর উত্তর জনগণ দেবে বলে, আমি বিশ্বাস করি।”
- তাঁর হুঁশিয়ারি, “আমরা সবসময় সত্য অনুসন্ধান করতে দেব। পরিস্থিতির উপর নজর রাখছি।”
-
প্রতীক না আসা পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করব
মুখ্যমন্ত্রী আরও বলেন-
- প্রতীক না আসা পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করব।
- আমাদের নির্বাচনের যাবতীয় কৌশলগত নথি ছিনিয়ে নিয়েছে।
- যত সিট আপনাদের পাওয়ার কথা ছিলো, এর পর তো আপনারা শূন্য হয়ে যাবে।
- আমাদের আর্থিক লেন দেন সংক্রান্ত নথি নিয়েছে, বিজেপির তো কাউকে ধরে না।
- কলকাতায় একজন ধরা পড়ার তো শান্তনু ঠাকুরের নাম নিয়েছে। তাঁকে তো কিছু করেনি ইডি। কারণ উনি বিজেপি করে।
- গাড়িতে যে কাগজ রাখা হয়েছে সেগুলো আমাদের দলের কাগজ।
- ইডি ফরেন্সিক টিম যে কাজ করেছে সেটা নিয়ে FIR হবে।
- আজ বিকেলে ৪ টের সময় রাজ্যের সব ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হবে
-
আমাদের পার্টির সব ডেটা ট্রান্সফার করেছে: মুখ্যমন্ত্রী
আইপ্যাক অফিস থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন-
- আমাদের পার্টির সব ডেটা, ল্যাপটপ, আই ফোন, পার্টির যাবতীয় তথ্য এমনকি এসআইআর সংক্রান্ত নথি সব ফরেন্সিক টিম নিয়ে এসে ট্রান্সফার করেছে। সব টেবিল ফাঁকা।
- আই প্যাক অথরাইজড টিম। আমরা রেজিস্টার পলিটিক্যাল পার্টি। আমাদের ইনকাম ট্যাক্স দি। কই বিজেপি কে তো নোটিশ পাঠায় না। ডাকাতের ডাকাত।
- ইলেকশন কমিশন ১.০৫ কোটি মানুষকে নোটিশ পাঠিয়েছে। ৯০ বছরের মানুষকে নোটিশ পাঠিয়েছে।
- অমিত শাহ আপনাদের বাংলায় জিততে হলে নির্বাচনে লড়াই করে জিতুন। এখনও পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে। বিজেপি কিলার পার্টি।
- একতরফা কিছু হয় না। আমার এখনও চুপ আছি। এত মানুষের মৃত্যুর পরেও আশা করি যে বিচার পাবো। বিচারের আশায় অপেক্ষায় আছি। আমাদের আইটি অফিসে এসে সব তথ্য , আমাদের বুথ প্রেসিডেন্ট এর তালিকা, প্রার্থীদের তালিকা, আমাদের দলীয় কৌশল গত নথি সব নিয়েছে।
-
বাড়ছে নিরাপত্তা
- আরও কেন্দ্রীয় বাহিনী আনল ইডি।
- কাঁদানে গ্যাস ফাটানোর সেলের মতো কিছু আনা হয়েছে।
- আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই এই ব্যবস্থা।
- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনও সময়ে বেরতে পারেন।
-
কী কী ঘটল ভোর ৬টা থেকে?
- জানা গিয়েছে, দিল্লি থেকে ইডি টিম এসেছে। কলকাতার কয়েকজন অফিসারও আছেন।
- আইপ্যাক সংস্থার অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলে।
- কয়লা পাচার সংক্রান্ত নথি সংগ্রহ করার চেষ্টা করছিলেন ইডি আধিকারিকরা। এই সময়েই পুলিশের সঙ্গে বচসা বাধে কেন্দ্রীয় বাহিনীর। ডিসি সাউথ, পুলিশ কমিশনার মনোজ ভর্মা পৌঁছন।
- প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- সেখান থেকে মুখ্যমন্ত্রী এলেন সেক্টর ফাইভের আইপ্যাক অফিসে। ভিআইপি লিফ্ট দিয়ে তিনি ১১ তলায় গেলেন। মুখ্যমন্ত্রী ঢুকতে পেরেছেন কি না, জানা যায়নি।
- সুজিত বসু, কৃষ্ণা চক্রবর্তী এসেছেন।
- এক ব্যক্তি পাঁজাকোলা করে অনেক ফাইল নিয়ে সাদা এসইউভি গাড়িতে তোলেন।
-
কীসের ফাইল বের করে রাখা হল গাড়িতে?
- আইপ্যাকের অফিসে ইডি হানা, তার মধ্য়েই কিছু ফাইল এনে বের করে রাখা হল গাড়িতে।
- এই ফাইলে কী রয়েছে, উঠছে প্রশ্ন।
- গাড়িতে পাহারা দিচ্ছেন পুলিশ কর্মীরা। গাড়িটি সরকারি লোগো নেই।
- ডিপার্টমেন্ট অব ইয়ুথ সার্ভিসের ফাইল এটি।
-
রাজীব কুমার পৌঁছলেন আইপ্যাক অফিসে
- আইপ্যাক অফিসে পৌঁছলেন ডিজি রাজীব কুমার।
- অফিসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
- রয়েছেন সুজিত বসুও।
-
আইপ্যাকের অফিসে ঢুকলেন মুখ্যমন্ত্রী
- আইপ্যাকের অফিসে ঢুকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- ইডি হানার পরই তৎপর মুখ্যমন্ত্রী।
- দ্রুত সল্টলেকের সেক্টর-ফাইভে আইপ্যাকের অফিসে এলেন মুখ্যমন্ত্রী। ১১ তলায় আইপ্যাকের অফিসে পৌঁছলেন তিনি।
- সাধারণ মানুষের ভিড়ও বাড়ছে।
-
I-Pac- র অফিসে ঢুকল সিআরপিএফ বাহিনী
- বাড়ছে নিরাপত্তা।
- আইপ্যাকের অফিসে ঢুকছে সিআরপিএফ বাহিনী।
- পাল্টা র্যাফ নামল।
-
I-Pac অফিসে বিধাননগরের পুলিশ কমিশনার
- প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা।
- দিল্লির আর্থিক তছরুপ মামলায় আই-প্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা। অভিযান চলছে আইপ্যাকের অফিসেও।
- আইপ্যাকের অফিসে বিধাননগরের পুলিশ কমিশনার ও শীর্ষ আধিকারিকরা এসেছেন।
- তাঁকে ঘুরতে বাধা দেওয়া হয়েছে বলেই দাবি।
-
I PAC কর্তার বাড়িতে ED, গেলেন মমতা
- I-PACএর অফিসে ইডি হানা।
- দিল্লির আর্থিক প্রতারণা মামলায় I PAC এর কর্ণধার প্রতীক জৈনের অফিস ও লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি হানা।
- ইতিমধ্যেই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- ৭ নম্বর লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পুলিশ কমিশনার মনোজ ভর্মা।
- মনোজ ভর্মা ঢোকার কিছুক্ষণ পরই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী।
- এই ছবি রাজ্যের নজিরবিহীন। ইডি তল্লাশি অভিযানের মাঝেই পৌঁছলেন মুখ্যমন্ত্রী।
- প্রতীক জৈনের বাড়িতে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখছেন আধিকারিকরা।
-
শুনানিতে ডাক পড়ল কলকাতার প্রাক্তন CP ও তাঁর ছেলের
এসআইআর-এর শুনানি চলছে। যাঁদের খসড়া তালিকায় নাম নেই,নিয়মের খাতিরে নির্বাচন কমিশন তাঁদের সকলকেই নোটিস পাঠাচ্ছে। এই আবহের মধ্যেই এবার জানা যাচ্ছে,এসআইআর নোটিস পেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়। এবং নোটিস পাঠানো হয়েছে তাঁর পুত্র রণজিৎ মুখোপাধ্যায়কেও।
বিস্তারিত পড়ুন: SIR Notice: এবার শুনানিতে ডাক পড়ল কলকাতার প্রাক্তন CP ও তাঁর ছেলের
-
কংগ্রেসে যোগ দেবেন সোনা পাল
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে উঠলেন হরিরামপুরের দাপুটে নেতা সোনা পাল। জেলা রাজনীতিতে তাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির পর সোনা পাল এবার কংগ্রেসে যোগ দিতে চলেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে উঠলেন হরিরামপুরের দাপুটে নেতা সোনা পাল। জেলা রাজনীতিতে তাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির পর সোনা পাল এবার কংগ্রেসে যোগ দিতে চলেছেন।
-
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলবদল শুরু দক্ষিণ দিনাজপুরে। বুধবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ নাককাটিতে অবস্থিত বিজেপি পার্টি অফিসে অনুষ্ঠিত হল যোগদান কর্মসূচি। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাম, কংগ্রেস, তৃণমূল ও নির্দল থেকে প্রায় ৮০ টি পরিবার বিজেপিতে যোগদান করল। সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি দেবশ্রী চৌধুরী, বিজেপির জেলা সম্পাদক রজত ঘোষ সহ অন্যান্যরা।
বিস্তারিত পড়ুন: Balurghat: উত্তরবঙ্গে যখন অভিষেক, সেই সময়ই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
Published On - Jan 08,2026 10:53 AM
