আরআরআর-কে গোল দিয়ে এগিয়ে গেল ‘ধুরন্ধর’! কত ব্যবসা জানেন?
'ধুরন্ধর' ভারতীয় বক্স অফিসে তাক লাগিয়ে দিয়েছে। আদিত্য ধর পরিচালিত এই ছবি এখন ভারতের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র, এস. এস. রাজামৌলির আরআরআর-কে ছাড়িয়ে গিয়েছে। বুধবার রণবীর সিং অভিনীত ছবিটি ভারতীয় বক্স অফিসে ৭৮৩ কোটি-র গণ্ডি পার করেছে। দিনের শেষে 'ধুরন্ধর'-এর দেশীয় আয় ৭৮৬ কোটি নেট ( ৯৪৩ কোটি গ্রস ) ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। এর ফলে ছবিটি আরআরআর-এর চূড়ান্ত ভারতীয় বক্স অফিস সংগ্রহ ৭৮২ কোটি-কে অতিক্রম করল।

‘ধুরন্ধর’ ভারতীয় বক্স অফিসে তাক লাগিয়ে দিয়েছে। আদিত্য ধর পরিচালিত এই ছবি এখন ভারতের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র, এস. এস. রাজামৌলির আরআরআর-কে ছাড়িয়ে গিয়েছে। বুধবার রণবীর সিং অভিনীত ছবিটি ভারতীয় বক্স অফিসে ৭৮৩ কোটি-র গণ্ডি পার করেছে। দিনের শেষে ‘ধুরন্ধর’-এর দেশীয় আয় ৭৮৬ কোটি নেট ( ৯৪৩ কোটি গ্রস ) ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। এর ফলে ছবিটি আরআরআর-এর চূড়ান্ত ভারতীয় বক্স অফিস সংগ্রহ ৭৮২ কোটি-কে অতিক্রম করল।
এখন ‘ধুরন্ধর’-এর উপরে রয়েছে মাত্র তিনটি ছবি— পুষ্পা ২ ( ১২৩৪ কোটি ), বাহুবলী ২ ( ১০৩০ কোটি ) এবং কেজিএফ চ্যাপ্টার ২ ( ৮৬০ কোটি )। ছবিটির প্রযোজনা সংস্থা জিও স্টুডিওস জানিয়েছে, ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই দেশীয়ভাবে ৪০০ কোটি-র মাইলফলক অতিক্রম করেছে।
800 কোটি-তে পৌঁছানোর যাত্রাপথে ‘ধুরন্ধর’ পিছনে ফেলেছে কাল্কি ২৮৯৮ এডি, জওয়ান, স্ত্রী ২, এবং ২০২৫ সালের আরও দুটি হিট— কান্তারা: চ্যাপ্টার ওয়ান ও ছাবা-কে। ভারতীয় বক্স অফিসের সর্বকালের শীর্ষ ১০ আয়কারী ছবির তালিকায় হিন্দি ও আঞ্চলিক চলচ্চিত্রের বৈচিত্র্য দেখা যায়—এর মধ্যে হিন্দি ও তেলুগু থেকে চারটি করে ছবি এবং কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দু’টি ছবি রয়েছে। ভারতে সর্বোচ্চ আয়কারী তামিল ছবি হলো রজনীকান্তের ২.০, যা ৪০৭ কোটি নেট আয় নিয়ে ১৫তম স্থানে রয়েছে। এদিকে কোনও বাংলা ছবি কেন ২৫ কোটির অঙ্ক ছুঁতে হিমশিম খেয়ে যাচ্ছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। দক্ষিণী ছবি শেষ দু’ তিন বছর দাপট দেখালেও, এবার খেলা ঘুরিয়ে দিলেন আদিত্য ধর।
