Balurghat: ব্যথার ট্যাবলেট নিয়ে বাসস্ট্যান্ডেই যা করছিলেন মা-ছেলে! ধরা পড়ার পর হতভম্ব সকলেই
Balurghat: মমতাজ ও তাঁর ছেলে দীর্ঘদিন ধরে বালুরঘাট শহরের কবিতীর্থ ক্লাব সংলগ্ন এলাকায় ভাড়া থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। এই চক্রে আর কে বা কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

বালুরঘাট: সন্ধ্যার পর মা-ছেলে বাসস্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন। কারোর সেভাবে নজর পড়েনি। হঠাৎ তাঁদের কাছে আসেন কয়েকজন। তাঁদের সঙ্গে কথাবার্তা বলতে থাকেন। মা ও ছেলের হাতে থাকা কাল প্লাস্টিক দেখেন। আর তারপরই তাঁদেরকে তুলে নিয়ে যান। পরে জানা যায়, ওই ব্যক্তিরা আসলে সাদা পোশাকের পুলিশ। বাংলাদেশে পাচারের আগে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথার ট্যাবলেট। বুধবার গভীর রাতে বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার পিস নিষিদ্ধ ব্যথার ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। ঘটনায় মা ও ছেলেকে আটক করেছে বালুরঘাট থানার পুলিশ। আটক মায়ের নাম মমতাজ খাতুন দত্ত(৫০) ও সুমন দত্ত(১৮)। ধৃতদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মমতাজ ও তাঁর ছেলে দীর্ঘদিন ধরে বালুরঘাট শহরের কবিতীর্থ ক্লাব সংলগ্ন এলাকায় ভাড়া থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। এই চক্রে আর কে বা কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
জানা গিয়েছে, এদিন রাতের বেলা বালুর পঘাট শহরের সুভাষকর্ণার এলাকায় একটি টোটোর পিছু নেয় বালুরঘাট থানার পুলিশ। পরে টোটোটিকে ধাওয়া দিয়ে বালুরঘাট স্টেট বাসস্ট্যান্ড এলাকায় ধরে ফেলে পুলিশ। ওই টোটোতে থাকা মা ও ছেলেকে ধরে পুলিশ। তাঁদের কাছে থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ওই ব্যাগের ভেতরে ছিল তিনটি প্লাস্টিকের ক্যারিব্যাগ। যার মধ্য থেকেই ৩০ হাজার পিস নিষিদ্ধ ব্যথার ওষুধ বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ব্যথার ওষুধ গুলি নিষিদ্ধ। এগুলি বালুরঘাট থেকে হিলি হয়ে বাংলাদেশে যাওয়ার কথা ছিল। তার আগেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নিষিদ্ধ ব্যথার ট্যাবলেট উদ্ধার করে।
