
উত্তর ২৪ পরগনা: বারাসতের রাস্তায় গড়াল উৎসবের চাকা। দরজায় যখন কড়া নাড়ছে দুর্গাপুজো। সেই আবহে শুরু হয়ে গেল ‘পুজোয় পালসের’ যাত্রা। এই নিয়ে টানা তিন বছর। গত দুই বছরের সাফল্যকে বুকে বেঁধে পুজোয় পালসের ট্যাবলো জেলায় জেলায় শুরু করল তার তৃতীয় বছরের যাত্রা।
শহর কলকাতা পেরিয়ে শনিবার বারাসতে পৌঁছে গিয়েছে পুজোয় পালসের ট্যাবলো। দাঁড়িয়ে রয়েছে একেবারে বারাসত কলেজের বিপরীতে। যা ঘিরে জনতার চোখে-মুখে খানিক উল্লাস ধরা পড়েছে। জনে জনে এসে চেখে যাচ্ছে ‘ছোটবেলার স্বাদ’। পালসের টক-মিষ্টি ‘গোলমোল’। আর এবারের এই ট্যাবলো যাত্রার থিমও তো ‘গোল-কা-মোল‘।
কিন্তু ‘গোল-কা-মোল’ কেন? বাঙালির আবেগ ভরা দুর্গাপুজোর সঙ্গে এর সম্পর্কটাই বা কী? ‘পালস’ বলছে সম্পর্ক রয়েছে। কারণ, গোল শুধুই একটা আকার নয়। মহিলাদের মাথার টিপ থেকে শুরু করে পুজোর থালা, ঢাক, সবই গোল। বাংলা ও বাঙালির ঐতিহ্যের সঙ্গে এই আকার মিশে। আর সেই ঐতিহ্যকেই তুলে ধরছে ‘পুজোয় পালস’।
মানুষ কী বলছে?
পুজো মানুষের, সাধারণের। আর ‘গোলমোল’ ক্যান্ডি, সেটাও তো মানুষেরই। তাদের ছোটবেলার ‘স্বাদ’। তাই তারা কী বলছে, এটা জানাও গুরুত্বপূর্ণ। শনিবার বারাসতে বহু পথচলতি মানুষের হাতেই তুলে দেওয়া হল এই ক্য়ান্ডি। যা খেয়ে তাদের চোখে-মুখে ফুটে উঠল তৃপ্তি। সবাই বললেন, ‘স্বাদটা খুবই সুন্দর।’