বনগাঁ: শিয়ালদহ-বনগাঁ রুটের রেল লাইনে বড়সড় বিভ্রাট। থমকে গেল ট্রেন চলাচল। অল্পের জন্য রক্ষা পেল বনগাঁ লোকাল। প্রতিদিন বনগাঁ লাইনে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সেই বনগাঁ স্টেশনে ঢোকার মুখেই রেললাইনে দেখা গেল ফাটল। বেশ কিছুক্ষণ ধরে রেল চলাচল বন্ধ রয়েছে। বনগাঁ স্টেশন থেকে কোনও ট্রেন ছাড়ছে না। উল্টোদিক থেকেও ঢুকছে না কোনও ট্রেন। দ্রুত গতিতে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।
শনিবার সকাল ৯টা ৫০-এর লোকাল ট্রেনটি ছাড়ার সময়ই প্রথম চোখে পড়ে ওই ফাটল। ট্রেনের চালক ওই ফাটল দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলকর্তারা। লাইন খতিয়ে দেখে দ্রুত লাইন মেরামত করার চেষ্টা করা হচ্ছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ। ফাটল না চোখে পড়লে ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। কীভাবে ওই ফাটল তৈরি হল, তা এখনও স্পষ্ট নয়।
মাস কয়েক আগেই একইভাবে ফাটল দেখা গিয়েছিল শিয়ালদহ দক্ষিণ শাখায়। সুভাষগ্রাম-সোনারপুর আপ রেল লাইনে ফাটলের জেরেই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল একই ভাবে। সেটা গত এপ্রিল মাসের ঘটনা। নিয়মিত রেল লাইন সংস্কারের কাজ হওয়া সত্ত্বেও কীভাবে বারবার এমন ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।