কলকাতা: কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন আরজি করের নির্যাতিতার বাড়ি। এবার তাঁর বাড়িতে আসতে পারেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার নির্যাতিতার বাড়িতে ফোন করেন রাজ্যপাল। খবর নেন তিলোত্তমা মা ও বাবার। জানা যাচ্ছে, পরিবার জানিয়েছে সুপ্রিম কোর্টের উপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে।
তিলোত্তমার বাবা বলেন, “আমাদের সঙ্গে রয়েছে পুরো পৃথিবী। সুপ্রিম কোর্টের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। তবে বিচার নিয়ে আমি কোনও মন্তব্য করব না।” অপরদিকে তিলোত্তমার মা বলেন, “দেশবাসী ও রাজ্যবাসীকে আমার বিনিত প্রার্থনা আমরা যতক্ষণ বিচার না পাই তারা যেন আমাদের পাশে এইভাবেই লড়াই করে। আমরা অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আর সিবিআই আমাদের জানিয়েছে এটা লম্বা প্রসেস। আমাদের সময় দিন।”
এর পাশাপাশি নির্যাতিতার পরিবার জানিয়েছে, রাজ্যপাল ফোন করেছেন তাঁদের। কথা বলেছেন। পাশে থাকার আশ্বাসও দিয়েছে। মেয়ের সঠিক বিচার হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।