পানিহাটি: সোমবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে নির্যাতিতার বাড়ি পৌঁছল সিবিআই এর একটি দল। দুপুর বারোটা নাগাদ পৌঁছয় তাঁরা। তিলোত্তমার মা-বাবার বয়ান রেকর্ড করেন তাঁরা। এরপর বিকেল ৩টে বেজে ৪৫ মিনিট নাগাদ সিবিআই-এর ফেরেন্সিক অফিসাররাও পৌঁছন নির্যাতিতার বাড়ি।
সূত্রের খবর, তিলোত্তমার মোবাইল ঘেঁটে বেশ কয়েকজন নাম পেয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ বাক্যালাপের নমুণাও মিলেছে বলে খবর। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে নির্যাতিতার একটি ল্যাপটপও। জানা যাচ্ছে, মোবাইল ও ল্যাপটপ ঘেঁটে বেশ কিছু তথ্য তাঁদের হাতে এসেছে। তবে এটি তদন্তে কতটা সহযোগিতা করবে তা এখনই বলা যাচ্ছে না।
আজ প্রায় তিলোত্তমার বাবা-মাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা আধিকারিকরা। তাঁদের সঙ্গে একটি ছোট ব্যাগও ছিল। আর ছিল বেশ কিছু নথি। প্রসঙ্গত, এর আগে তিলোত্তমার ডায়রি পেয়েছিল কলকাতা পুলিশ। নিগৃহীতার পরিবারের সূত্রে জানা গিয়েছিল, প্রতিদিনই তিনি ডায়রি লিখতেন। এমনকী, মৃত্যুর আগেও ডায়রি লিখেছেন তিলোত্তমা। শনিবার তিলোত্তমার বাবা বলেন, “এর পিছনে একটা বড় চক্র কাজ করছে। তবে সেটা কী জানি না। মেয়ে কোনওদিন বলে যায়নি। ও আমাদের টেনশন দিতে চাইত না কোনওদিনই। যেদিন মারা গিয়েছে সেদিনও ডায়েরি লিখেছে। সেটা সিবিআই বাজেয়াপ্ত করেছে।”