Sagar Dutta Medical College Hospital: র‍্যাগিংয়ের প্রতিবাদ করায় ‘নিগৃহীত’ ফাইনাল ইয়ারের ছাত্র, কাঠগড়ায় তৃণমূল ছাত্র পরিষদ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 18, 2022 | 8:37 AM

Sagar Dutta Medical College Hospital: কামারহাটি কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগরদত্ত হাসপাতালের ফাইনাল ইয়ারের ছাত্র বিক্রম মণ্ডলকে ভয় দেখিয়ে রুম ছাড়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠল।

Sagar Dutta Medical College Hospital: র‍্যাগিংয়ের প্রতিবাদ করায় নিগৃহীত ফাইনাল ইয়ারের ছাত্র, কাঠগড়ায় তৃণমূল ছাত্র পরিষদ
সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল (ফাইল ছবি)

Follow Us

উত্তর ২৪ পরগনা: তিনি ফাইনাল ইয়ারের ছাত্র। জুনিয়রদের র‍্যাগিং করার প্রতিবাদ করেছিলেনং তিনি। তাতে নিজের ক্লাসেরই সহপাঠীদের হুমকির শিকার হতে হচ্ছে তাঁকে। ভয় দেখিয়ে তাঁকে হোস্টেলের ঘর ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়নের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সাগর দত্ত স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে।

কামারহাটি কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগরদত্ত হাসপাতালের ফাইনাল ইয়ারের ছাত্র বিক্রম মণ্ডলকে ভয় দেখিয়ে রুম ছাড়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, বেশ কয়েকজন ছাত্র কলেজে নীচু ক্লাসের ছেলেমেয়েদের সঙ্গে র‍্যাগিং করেন। তা কখনও মাত্রা ছাড়া হয়ে যায়। তারই প্রতিবাদ করেছিলেন নিগৃহীত ছাত্র। এক্ষেত্রে উল্লেখ্য, অভিযুক্তরা প্রত্যেকেই টিএমসিপি সমর্থক। ফলে বিষয়টিতে লাগে রাজনীতির রং।

অভিযোগ, র‍্যাগিংয়ের প্রতিবাদ করায় সাগর দত্ত হাসপাতালের ফাইনাল ইয়ারের ছাত্র বিক্রম মণ্ডল ও তাঁর বন্ধুদের ওপর চড়াও হন সহপাঠীরা। বিক্রম কলেজে AIDSO ছাত্র সংগঠন করেন। অন্যায়ের প্রতিবাদ করে বলে তাঁকে রুম থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কিছু দিন আগে হোস্টেলের ঘরে ঢুকে বিক্রমকে শাসানো হয়েছে বলেও অভিযোগ।

বিষয়টি ইতিমধ্যেই প্রিন্সিপ্যালকে লিখিতভাবে জানিয়েছেন তিনি। বিক্রমের বক্তব্য, প্রিন্সিপ্যাল তাঁকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে।

মঙ্গলবার বিষয়টি আবার মাথাচাড়া দিয়ে ওঠে। অভিযোগ রাত সাড়ে এগারোটার সময় বিক্রমের ঘরে আসে টিএমসিপির বেশ কয়েকজন ছাত্র। তাঁকে ঘর ছাড়তে বলেন। কিন্তু বিক্রম তা না শোনায় ঘরের টিউবলাইট ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কামারহাটি থানায় অভিযোগও দায়ের করেছেন ছাত্র। যদিও এ বিষয়ে টিএমসিপি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Next Article