Sandeshkhali: শাহজাহানের বিরুদ্ধে নতুন FIR দায়ের পুলিশের, অভিযোগ সাগরেদদের নামেও

Supriyo Guha | Edited By: Soumya Saha

Feb 26, 2024 | 3:13 PM

Sheikh Sahajahan: এবার পুলিশের কাছে নতুন করে অভিযোগ জমা পড়ল শেখ শাহজাহানের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগের প্রেক্ষিতে নতুন এফআইআর দায়ের করা হয়েছে শাহজাহানের বিরুদ্ধে। শুধু শেখ শাহজাহানই নয়, সঙ্গে শিবু হাজরা, উত্তম সর্দার-সহ মোট আট জনের বিরুদ্ধে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Sandeshkhali: শাহজাহানের বিরুদ্ধে নতুন FIR দায়ের পুলিশের, অভিযোগ সাগরেদদের নামেও
শেখ শাহজাহান
Image Credit source: Facebook

Follow Us

সন্দেশখালি: এখনও অধরা শেখ শাহজাহান। হাইকোর্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে কোনও বাধা নেই। এই আবহের মধ্যেই এবার পুলিশের কাছে নতুন করে অভিযোগ জমা পড়ল শেখ শাহজাহানের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগের প্রেক্ষিতে নতুন এফআইআর দায়ের করা হয়েছে শাহজাহানের বিরুদ্ধে। শুধু শেখ শাহজাহানই নয়, সঙ্গে শিবু হাজরা, উত্তম সর্দার-সহ মোট আট জনের বিরুদ্ধে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যাচ্ছে, গত ১৯ ফেব্রুয়ারি গ্রামের এক মহিলার জমা করা লিখিত অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর, শ্লীলতাহানি, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন এফআইআর-এর বিষয়ে প্রশ্ন করা হয়েছিল বসিরহাট পুলিশ জেলার এসপি মেহদি হাসানকে। পুলিশ সুপারও জানিয়েছেন, ‘হ্যাঁ, হয়েছে। আমরা অভিযোগ পেয়েছি। গতকাল অবধি অভিযোগগুলি আমরা দেখছি। যে যে ক্ষেত্রে পদক্ষেপ করার মতো ইনপুট রয়েছে, সেই সব ক্ষেত্রে আমরা এফআইআর করছি।’

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম সোমবারই জানিয়ে দিয়েছেন, শেখ শাহজাহানকে গ্রেফতারির ক্ষেত্রে কোনও বাধা নেই। সন্দেশখালির মামলার সঙ্গে শাহজাহানকে যুক্ত করার জন্যও নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এও জানিয়ে দিয়েছে, আপাতত সন্দেশখালির মামলার উপর কোনও স্থগিতাদেশ থাকছে না।

এদিকে আদালতের এই নির্দেশ আসার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে দাবি করেছেন, আগামী সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবেন। উল্লেখ্য, প্রায় দেড় মাসেরও বেশি সময় হয়ে গেল শেখ শাহজাহানের কোনও পাত্তা নেই। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে অভিযানে গিয়ে ইডির তদন্তকারী দল আক্রান্ত হওয়ার পর থেকেই এলাকা থেকে বেপাত্তা তিনি।

 

Next Article