Sandeshkhali: রাতের অন্ধকারে মহিলার মুখ চেপে টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা? নয়া অভিযোগ সন্দেশখালিতে

অর্ণব ব্রহ্ম | Edited By: Soumya Saha

May 15, 2024 | 10:09 PM

Sandeshkhali: বুধবার দুপুরেই সন্দেশখালিতে গিয়েছিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সন্দেশখালির মহিলারা গিয়ে দেখা করেছিলেন তাঁর সঙ্গে। সেই তালিকায় ছিলেন এই প্রতিবাদী মহিলাও। এরপর রাত হতে না হতেই, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে সন্দেশখালিতে।

Sandeshkhali: রাতের অন্ধকারে মহিলার মুখ চেপে টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা? নয়া অভিযোগ সন্দেশখালিতে
সন্দেশখালির প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

সন্দেশখালি: রাতের অন্ধকারে ফের ভয়ঙ্কর অভিযোগ সন্দেশখালি থেকে। এবার সন্দেশখালির অন্যতম প্রতিবাদী এক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। বুধবার দুপুরেই সন্দেশখালিতে গিয়েছিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সন্দেশখালির মহিলারা গিয়ে দেখা করেছিলেন তাঁর সঙ্গে। সেই তালিকায় ছিলেন এই প্রতিবাদী মহিলাও। এরপর রাত হতে না হতেই, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে সন্দেশখালিতে।

ওই মহিলার দাবি, রাতে তাঁর বাড়ির বাইরে কিছু কুকুর ডাকছিল। সেই শব্দ শুনেই তিনি বাড়ির বাইরে বের হন। সঙ্গে সঙ্গে কেউ এসে তাঁর মুখ চেপে ধরে বলে অভিযোগ সন্দেশখালির ওই প্রতিবাদী মহিলার। সঙ্গে আরও কয়েকজন ছিল বলে দাবি তাঁর। যদিও রাতের অন্ধকারে তিনি কাউকেই চিনতে পারেন বলে জানান। ওই মহিলা বলেন, “আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আমি পুকুর পাড়ে পড়ে গিয়েছিলাম। ওখান থেকে আবার টেনে নিয়ে মাঠের উল্টোদিকে নিয়ে গিয়েছিল। আমার মুখ বেঁধে দিয়েছিল। ওখানে কুকুর ডাকাডাকি করছিল, তখন আমাকে ওখানেই ফেলে দিয়ে চলে গিয়েছে।”

মহিলার দাবি, যখন তাঁকে ঘরের বাইরে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল, তখন বাইরে আওয়াজ শুনে অনেকে বেরিয়ে এসেছিলেন। যদিও ততক্ষণে দুষ্কৃতীরা তাঁকে মাঠের ধারে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল।

যদিও এই অভিযোগকে পুরোটাই ‘নাটক’ বলে উড়িয়ে দিচ্ছেন তৃণমূলের বসিরহাট টাউন প্রেসিডেন্ট অভিজিৎ ঘোষ। তাঁর দাবি, “সন্দেশখালিতে যে নাটক চলছে তা সবাই জানে। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নিজেরই কোনও অস্তিত্ব নেই। তিনি গিয়ে উত্তেজনা ছড়াচ্ছেন সন্দেশখালিতে।”

Next Article