কলকাতা: সোমবার সন্দেশখালি যাওয়ার কথা ছিল বিজেপি বিধায়কদের। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাসে করেই সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। তবে মাঝ রাস্তাতেই শুভেন্দুদের বাস আটকে দেয় কলকাতা পুলিশ। একদিকে যখন পুলিশের সঙ্গে পদ্ম-বিধায়কদের তর্কাতর্কি চলছে সেই সময় আবার বিস্ফোরক অভিযোগ করলেন বাস চালকরা। তাঁরা আবার জানালেন, সন্দেশখালি যাওয়ার জন্য তাঁদের বাস ভাড়া করাই হয়নি। সায়েন্স সিটি পর্যন্তই তাঁদের নিয়ে যাওয়ার কথা ছিল। এরপরই উঠছে প্রশ্ন তাহলে কি সন্দেশখালি যাচ্ছিলেন না বিজেপি বিধায়করা? নাকি তাঁরা আগে থেকেই আশঙ্কা করেছিলেন যে সন্দেশখালি অবধি পৌঁছতে পারবেন না, পুলিশ আটকে দেবে। তাই শহরের দু’টি গুরুত্বপূরণ স্থান পর্যন্তই বাস ভাড়া করেছিলেন।
এ দিন সন্দেশখালি যাওয়ার জন্য মোট তিনটি বাস ভাড়া করা হয় বিজেপি-র পক্ষ থেকে। পাঁচ হাজার টাকা ভাড়াও দেওয়া হয়। তবে তিনটি বাসের চালকরা দাবি করেন, সন্দেশখালি যাওয়ার নাকি কোনও কথাই বলা হয়নি তাঁদের। কেউ বললেন নিউটাউন পর্যন্ত কেউ আবার বললেন তাঁদের সায়েন্স সিটি যেতে বলা হয়েছে। রাজু মণ্ডল নামে এক চালক বলেন, “সন্দেশখালির ব্যাপার তো জানিই না। আমাদের তো বলল সায়েন্স সিটি পর্যন্ত এলে পাঁচ হাজার টাকা দেবে।” আরও এক বাস চালক শুভেন্দু পাল বলেছেন, “সন্দেশখালি যাওয়ার কথা বলেনি। বাবুঘাট থেকে সায়েন্স সিটি পর্যন্ত যাবে বলেছিল। সেই মতো পাঁচ হাজার টাকা দেবে বলে। এখন যদি সন্দেশখালি যেতে হয় তাহলে ভাড়া নিশ্চয়ই বাড়বে।”
তবে দক্ষিণ কাঁথির বিধায়ক অরুপ কান্তি দাস বিষয়টি অস্বীকার করে বলেন, “এটা ওদের দিয়ে বলিয়ে নেওয়া হচ্ছে। না হলে বাস চালাতে পারবে না রাস্তায়।” প্রসঙ্গত, সন্দেশখালি যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা দু’টি। বাসন্তী হাইওয়ে এবং নিউটাউন। বাসন্তীর হাইওয়েতে ওঠার গুরুত্বপূর্ণ মোড় সায়েন্স সিটি। এবং নিউটাউন দিয়ে বাস গেলে তার গুরুত্বপূর্ণ মোড় আট একর। শুভেন্দু অধিকারী আগে থেকেই আশঙ্কা করেছিলেন সন্দেশখালি যাওয়ার পথে তাঁদের আটকানো হতে পারে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই আশঙ্কা থেকেই তাঁরা এই দু’টি গুরুত্বপূর্ণ মোড় পর্যন্তই বাস ভাড়া করেছিলেন।