Sandeshkhali: ২৪ ঘণ্টার মধ্য়ে নির্যাতিতাকে দিতে হবে পুলিশি নিরাপত্তা, সন্দেশখালি গণধর্ষণ-কাণ্ডে জানাল কোর্ট

Shrabanti Saha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 08, 2025 | 2:46 PM

Sandeshkhali: প্রসঙ্গত, ওই নির্যাতিতা গতকাল অভিযোগ করেছিলেন স্থানীয় ব্লক তৃণমূল নেতা ও তাঁর দলবল অত্যাচার চালিয়েছে তাঁর উপর। এরপর সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তবে এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Sandeshkhali: ২৪ ঘণ্টার মধ্য়ে নির্যাতিতাকে দিতে হবে পুলিশি নিরাপত্তা, সন্দেশখালি গণধর্ষণ-কাণ্ডে জানাল কোর্ট
কলকাতা হাইকোর্ট
Image Credit source: Getty Images

Follow Us

সন্দেশখালি: সন্দেশখালিতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও এখনও অধরা অভিযুক্তরা। এই মর্মে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা। প্রাণহানির আশঙ্কা করেছিলেন তিনি। বুধবার ছিল এই মামলার শুনানি। আর এই ঘটনায় এখনই নির্যাতিতার বাড়িতে ২৪ ঘণ্টার পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের। আগামী সোমবার পরবর্তী শুনানি। সেইদিন তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে পুলিশকে। এ দিন, রাজ্যের তরফে দাবি করা হয়েছে, তদন্ত এগিয়েছে। চার্জশিট দেওয়া হবে।

প্রসঙ্গত, ওই নির্যাতিতা গতকাল অভিযোগ করেছিলেন স্থানীয় ব্লক তৃণমূল নেতা ও তাঁর দলবল অত্যাচার চালিয়েছে তাঁর উপর। এরপর সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তবে এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। উল্টে এফআইআর তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ভয়ে হাইকোর্টে দ্বারস্থ হন নির্যাতিতা।

নির্যাতিতা বলেন, “আমি সন্দেশখালি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছি ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। নানাভাবে হেনস্থা করা হচ্ছে। আমায় থ্রেট দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ কোনও ভূমিকা গ্রহণ করেনি। তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমি চাই দোষীরা উপযুক্ত সাজা পাক। উনি অসামাজিক। এখনও ঘুরে বেড়াচ্ছেন।”

Next Article