Sandeshkhali: সন্দেশখালিতে রাতভর জেগে পাহারায় মহিলারা, ভিন্ন মাত্রা আন্দোলনে

Sourav Dutta | Edited By: সায়নী জোয়ারদার

May 14, 2024 | 10:47 AM

Sandeshkhali: রবিবার এই দাবিকে সামনে রেখে থানার সামনে মহিলাদের জমায়েত থেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি হয়। থানার সামনের জমায়েত থেকে বিজেপির সমর্থক মহিলারা তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিককে ধাওয়া করলে ঘটনা অন্য দিকে মোড় নেয়।

Follow Us

উত্তর ২৪ পরগনা: সন্দেশখালি আন্দোলনে নতুন মাত্রা যোগ হল সোমবার।‌ রাতে পুলিশি অভিযান আটকাতে ‘রাত্রি জাগো’ গ্রাম পাহারা কর্মসূচি মহিলাদের। লাঠি-ঝাঁটা হাতে রাত জেগে গ্রাম পাহারা দেওয়ার শপথ নিলেন মহিলা আন্দোলনকারীরা। রবিবার বিজেপির সন্দেশখালি থানা ঘেরাও কর্মসূচি থেকে তুলকালাম কাণ্ড হয়। গত কয়েকদিনে একের পর এক ভাইরাল ভিডিয়ো (যার সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি) সামনে এসেছে। বিজেপির দাবি, সন্দেশখালির আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য তৃণমূল এসব করছে।‌

রবিবার এই  বক্তব্যকে সামনে রেখে থানার সামনে মহিলাদের জমায়েত থেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি হয়। থানার সামনের জমায়েত থেকে বিজেপির সমর্থক মহিলারা তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিককে ধাওয়া করলে ঘটনা অন্য দিকে মোড় নেয়।

অভিযোগ, তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে রবিবার গ্রামে অভিযান চালিয়ে মহিলা-পুরুষ নির্বিশেষে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।‌ সোমবার চতুর্থ দফার ভোটের মধ্যে বেড়মজুর কাঠপোল বাজারে টায়ারে আগুন লাগিয়ে পথ অবরোধ করেন ঝুপখালির মহিলারা। পুলিশের বাহিনী বিক্ষোভ হটানোর পাশাপাশি তিনজন মহিলাকে আটক করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হলেও আন্দোলন সন্দেশখালি আন্দোলন যে নতুন খাতে ব‌ইতে শুরু করেছে সেই বার্তা দিয়ে রাতে গ্রাম পাহারা কর্মসূচি নেন বিজেপি মহিলা কর্মী-সমর্থকরা।

উত্তর ২৪ পরগনা: সন্দেশখালি আন্দোলনে নতুন মাত্রা যোগ হল সোমবার।‌ রাতে পুলিশি অভিযান আটকাতে ‘রাত্রি জাগো’ গ্রাম পাহারা কর্মসূচি মহিলাদের। লাঠি-ঝাঁটা হাতে রাত জেগে গ্রাম পাহারা দেওয়ার শপথ নিলেন মহিলা আন্দোলনকারীরা। রবিবার বিজেপির সন্দেশখালি থানা ঘেরাও কর্মসূচি থেকে তুলকালাম কাণ্ড হয়। গত কয়েকদিনে একের পর এক ভাইরাল ভিডিয়ো (যার সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি) সামনে এসেছে। বিজেপির দাবি, সন্দেশখালির আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য তৃণমূল এসব করছে।‌

রবিবার এই  বক্তব্যকে সামনে রেখে থানার সামনে মহিলাদের জমায়েত থেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি হয়। থানার সামনের জমায়েত থেকে বিজেপির সমর্থক মহিলারা তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিককে ধাওয়া করলে ঘটনা অন্য দিকে মোড় নেয়।

অভিযোগ, তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে রবিবার গ্রামে অভিযান চালিয়ে মহিলা-পুরুষ নির্বিশেষে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।‌ সোমবার চতুর্থ দফার ভোটের মধ্যে বেড়মজুর কাঠপোল বাজারে টায়ারে আগুন লাগিয়ে পথ অবরোধ করেন ঝুপখালির মহিলারা। পুলিশের বাহিনী বিক্ষোভ হটানোর পাশাপাশি তিনজন মহিলাকে আটক করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হলেও আন্দোলন সন্দেশখালি আন্দোলন যে নতুন খাতে ব‌ইতে শুরু করেছে সেই বার্তা দিয়ে রাতে গ্রাম পাহারা কর্মসূচি নেন বিজেপি মহিলা কর্মী-সমর্থকরা।