AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sayantika Banerjee: বরানগরে থাকেন? সায়ন্তিকা চালু করেছে QR Code, কী হবে জানেন?

TMC MLA Sayantika Banerjee: তৃণমূল সূত্রে খবর, বরানগরবাসীর সমস্যা অতি দ্রুত সমাধান করতেই এই অত্যাধুনিক পদ্ধতি চালু করেছেন সায়ন্তিকা। কিউআর কোড উদ্বোধন করেছেন তিনি। সেখানে নিজেদের যে কোনও সমস্যা এলাকাবাসী সরাসরি নব নির্বাচিত বিধায়ককে জানাতে পারবেন।

Sayantika Banerjee: বরানগরে থাকেন? সায়ন্তিকা চালু করেছে QR Code, কী হবে জানেন?
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jun 19, 2024 | 9:59 AM
Share

বরানগর: বরানগর বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিকটবর্তী বিজেপি প্রার্থী ৮০০৮ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। আর জয়ের পরই বরানগর বিধানসভার নাগরিক সমস্যা সমাধানের জন্য তৎপর নব নির্বাচিত বিধায়ক। চালু করলেন কিউয়ার কোড।

তৃণমূল সূত্রে খবর, বরানগরবাসীর সমস্যা অতি দ্রুত সমাধান করতেই এই অত্যাধুনিক পদ্ধতি চালু করেছেন সায়ন্তিকা। কিউআর কোড উদ্বোধন করেছেন তিনি। সেখানে নিজেদের যে কোনও সমস্যা এলাকাবাসী সরাসরি নব নির্বাচিত বিধায়ককে জানাতে পারবেন। সায়ন্তিকা বলেন, “আমার প্রথম ক্যাম্পেন এটা। এই কিউআর কোড স্ক্যান করে মানুষ আমায় নিজের নিজের সমস্যা জানাতে পারবেন। এখানেও বিধায়ক অফিসও খোলা হবে। সেখানেও সরাসরি আমার সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে পারবেন। তবে যাঁরা আমা আসতে পারবেন না তাঁরা এই কোড স্ক্যান করে সমস্যা তুলে ধরতে পারবেন। অবশ্যই এটা দুয়ারে সায়ন্তিকা।”

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই বরানগর উপনির্বাচনের ফল ঘোষণা হয়। দেখা যায়, কখনও সজল ঘোষ এগিয়ে যাচ্ছেন, কখনও আবার এগোচ্ছেন সায়ন্তিকা। তবে শেষ হাসি বজায় রাখলেন তৃণমূল প্রার্থী। এর আগের বিধানসভায় বাঁকুড়া থেকে লড়াই করেন সায়ন্তিকা। কিন্তু সেখানে জিততে পারেননি। তারপরও এলাকা ছাড়েননি। রীতিমতো অফিস বানিয়ে এলাকায় কাজ চালিয়ে গিয়েছেন। এরপর লোকসভা ভোটের প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় কিছুটা হলেও মনক্ষুন্ন হন তৃণমূল নেত্রী। অভিমানের সুর ঝরে তাঁর গলায়। পরবর্তীতে বরানগর উপ-নির্বাচনে তাঁকে দাঁড় করায় তৃণমূল।