AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal-India News Today Live: রেড রোডে প্যারেডের মহড়া চলাকালীন ধেয়ে এল বেপরোয়া গাড়ি, আটক চালক

| Updated on: Jan 24, 2026 | 11:51 AM
Share

Breaking News in Bengali Live Updates: উত্তর ২৪ পরগনার জগদ্দলে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। আবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর মুখে 'খেলা হবে' স্লোগান নিয়ে রাজনৈতিক তরজা বেড়েছে। শনিবার ফের তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

West Bengal-India News Today Live: রেড রোডে প্যারেডের মহড়া চলাকালীন ধেয়ে এল বেপরোয়া গাড়ি, আটক চালক
Image Credit: TV9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 24 Jan 2026 11:51 AM (IST)

    Jagatdal: জগদ্দলে যুবককে পিটিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল নেতা

    • জগদ্দলের মেঘনা মোড়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমুল নেতা নমিত সিং এবং তাঁর দলবলের বিরুদ্ধে।
    • লোহা চোর সন্দেহে ইসাক আহমেদ নামে ওই যুবককে পিটিয়ে খুন করে ১০ জন দুষ্কৃতী। জগদ্দল থানার পুলিশ শনিবার ইশাক আহমেদের দেহ ময়নাতদন্তের জন্য ব্যারাকপুর পুলিশ মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত নমিত সিং পলাতক।
    • এই খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর অভিযোগ, মূল অভিযুক্ত বাড়িতে আছেন। এদিকে পুলিশ তাঁর বাড়ির সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। খোদ পুলিশ কমিশনার নিজে তল্লাশিতে আসার আগেই পুলিশের মদতেই গা ঢাকা দিয়েছেন মূল অভিযুক্ত নমিত সিং।
    • গত তিন দিনে এই নিয়ে নোয়াপাড়া এবং জগদ্দল থানা এলাকায় তিন জন খুন হলেন।
  • 24 Jan 2026 11:40 AM (IST)

    Red Road accident: রেড রোডে ফিরে এল ২০১৬ সালের স্মৃতি, কী হল?

    Red Road Accident

    • রেড রোডে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের মহড়া চলাকালীন ফিরে এলে ২০১৬ সালের স্মৃতি।
    • শনিবার সকালে খিদিরপুরের দিক থেকে রেড রোডের দিকে দ্রুতগতিতে আসছিল একটি গাড়ি। রেড রোডে গার্ডরেলে ধাক্কা মারে গাড়িটি। সেইসময় রেড রোডে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের মহড়া চলছিল।
    • ওই গাড়ির চালককে আটক করেছে পুলিশ। গাড়ির চালক কলেজছাত্র বলে জানা গিয়েছে।
    • ২০১৬ সালে রেড রোডেই প্যারেডের মহড়া চলাকালীন একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল বিমানবাহিনীর কর্পোরাল অভিমন্যু গৌড়ের।
  • 24 Jan 2026 11:31 AM (IST)

    Madhyamik Exam: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাননি? সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী

    • আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্য়মিক পরীক্ষা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু, যেসব পরীক্ষার্থী এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড থেকে বঞ্চিত হয়েছে, তাদের জন্য সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
    • এদিন সোশ্যাল মিডিয়ায় শিক্ষামন্ত্রী লেখেন, ‘বিদ্যালয়ের গাফিলতির জেরে যে সকল যোগ্য পরীক্ষার্থী ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড থেকে বঞ্চিত হয়েছে, তাদের স্বার্থরক্ষায় বিদ্যালয় শিক্ষা বিভাগ ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সক্রিয় ভূমিকা নিয়েছে।’
    • কী পদক্ষেপ করা হয়েছে? শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত অনলাইন এনরোলমেন্ট পোর্টাল পুনরায় খোলা থাকবে, যাতে কোনও যোগ্য পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয়। তিনি আরও জানান, ভবিষ্যতে বিদ্যালয়সমূহের দ্বারা এই ধরনের ত্রুটি যাতে আর না ঘটে, সে বিষয়ে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে।

কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনৈতিক তরজা বাড়ছে। একইসঙ্গে এসআইআর নিয়ে চাপানউতোর জারি রয়েছে। আবার শনিবার সাতসকালে নিউটাউনে আবর্জনার স্তূপ থেকে সদ্যোজাতর দেহ উদ্ধার হয়েছে। রেড রোডে প্যারেডের মহড়া চলাকালীন বেপরোয়া গাড়ি ধেয়ে এসে গার্ডরেলে ধাক্কা মারে। উত্তর ২৪ পরগনার জগদ্দলে মেঘনা মোড়ে অর্জুন সিংয়ের বাড়ির সামনে লোহা চুরির সন্দেহে CISF জওয়ানের ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। আজ দিনভর প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

Published On - Jan 24,2026 11:15 AM