AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Terror Plan: ২৬/১১ মুম্বই হামলার মতোই চুপিচুপি ঢুকবে ‘ওরা’, তারপর…লস্করের ভয়ঙ্কর প্ল্যান সামনে

Lashkar-e-Taiba: গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি নদী এবং গভীর জলের জলাশয়কে বেছে নিয়েছে এই জঙ্গি সংগঠন। যেখানে স্কুবা ডাইভিং, সুইমিং, ডুব সাঁতার, বোটে করে এসে হামলা চালানো, বুটের মধ্যে বিস্ফোরক বোঝাই করে নিয়ে, সেখান থেকে ঝাঁপ দিয়ে বিস্ফোরণ ঘটানো- এই ধরনের একাধিক অত্যাধুনিক প্রশিক্ষণ চলছে।

Terror Plan: ২৬/১১ মুম্বই হামলার মতোই চুপিচুপি ঢুকবে 'ওরা', তারপর...লস্করের ভয়ঙ্কর প্ল্যান সামনে
প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা।Image Credit: X
| Edited By: | Updated on: Jan 24, 2026 | 11:09 AM
Share

নয়া দিল্লি:  শত্রুদের নজর সরছে না ভারত থেকে। ফের ভারতে কি ২৬/১১-র কায়দায় আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে লস্কর-ই তৈবা এবং জৈশ-ই-মহম্মদের জঙ্গিরা? এই প্রশ্নই উঠছে কারণ ১৩৫ জনের জঙ্গিকে নিয়ে তৈরি করা হয়েছে লস্কর-ই তৈবার “ওয়াটার ফোর্স”। আঁটঘাট বেঁধেই নামছে পাকিস্তানে প্রতিপালিত জঙ্গিগোষ্ঠী।

জানা গিয়েছে, এবার আর সামান্য প্রস্তুতি নিয়ে নয়, একেবারে সুক্ষ্ম এবং সুনিপুণভাবে এই ফোর্সকে তৈরি করছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এবং সেনা গোয়েন্দাদের হাতে জঙ্গি সংগঠনের নিজেদের ফোর্সকে প্রশিক্ষণ দেওয়ার যাবতীয় ভিডিয়ো এসেছে বলে সূত্রের খবর।

সূত্র মারফত জানা গিয়েছে, জলপথে ভারতীয় সীমানায় হামলা করা এবং ভারতের অভ্যন্তরে ঢুকে এসে রক্তক্ষয়ী হামলা চালানোই এই ফোর্সের অন্যতম উদ্দেশ্য।

এছাড়াও গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি নদী এবং গভীর জলের জলাশয়কে বেছে নিয়েছে এই জঙ্গি সংগঠন। যেখানে স্কুবা ডাইভিং, সুইমিং, ডুব সাঁতার, বোটে করে এসে হামলা চালানো, বুটের মধ্যে বিস্ফোরক বোঝাই করে নিয়ে, সেখান থেকে ঝাঁপ দিয়ে বিস্ফোরণ ঘটানো- এই ধরনের একাধিক অত্যাধুনিক প্রশিক্ষণ চলছে।

আরও জানা গিয়েছে, যে ১৩৬ জনের দক্ষ টিম তৈরি করা হয়েছে, তাদেরকে সাংকেতিক কোড দেওয়া হয়েছে। তাদের মধ্যে তৈরি করা হয়েছে একাধিক পদ। এমনকী, এই টিম মূলত কোন কোন অংশে অপারেট করবে, এই ব্যাপারেও ইতিমধ্যে স্থির হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

ভারতীয় সেনা সূত্রে খবর, ২৬/১১ র হামলা দেশের প্রতিরক্ষায় ফাঁকফোকর দেখিয়ে দিয়েছিল। সেই জায়গা থেকে এখন অনেকটাই নিজেদের পরিবর্তন এবং নিরাপত্তা আঁটোসাঁটো করেছে প্রতিরক্ষা মন্ত্রক। তবে পাকিস্তান মদতপুষ্ট এই জঙ্গি সংগঠনের ওয়াটার ফোর্স যে প্রতিরক্ষা মন্ত্রকে চিন্তায় রাখছে, তা নিঃসন্দেহে মনে করছেন সামরিক বিশারদরা।