AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Seikh Sahajahan: প্রেসিডেন্সি জেল না মোগল দরবার! জেলে বসেই শাহজাহানের ফোনে হুমকি, ‘বেশি বাড় বেড়ো না, আমি আসছি’

Seikh Sahajahan: রবীন মণ্ডলের দাবি, গত ১৫ই মার্চ তাঁকে শেখ শাহজাহান ফোন করেন। দুপুর আড়াইটে নাগাদ পনেরো মিনিটের মতো ফোনে কথা বলেন তিনি। শাহজাহান ঘনিষ্ঠ মফিজুল মোল্লার (এলাকায় শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত বলে দাবি রবীনের)  ফোন থেকে কথা হয়েছে বলে দাবি ওই ব্যক্তির।

Seikh Sahajahan: প্রেসিডেন্সি জেল না মোগল দরবার! জেলে বসেই শাহজাহানের ফোনে হুমকি, 'বেশি বাড় বেড়ো না, আমি আসছি'
সত্যিই কি হুমকি দিয়েছিলেন?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 19, 2025 | 4:17 PM
Share

সন্দেশখালি: জেলেই রয়েছেন সন্দেশখালির ‘স্বঘোষিত’ বেতাজ বাদশা শেখ শাহজাহান। কিন্তু তারপরও কি তাঁর দাপট শেষ হয়েছে? অন্তত তেমনটা মানতে নারাজ ‘শেখ শাহজাহান মার্কেটের’ কর্মী রবীন মণ্ডল। তাঁর অভিযোগ, জেলে বসেই ফোন থেকে তাঁকে হুমকি দিচ্ছেন শেখ শাহজাহান ও তাঁর দলবল। তবে ফোন কোথা থেকে পেলেন সন্দেশখালির বেতাজ বাদশা? উঠছে প্রশ্ন। ঘটনায় আতঙ্কিত রবীন বাবু। সন্দেশখালি থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি সিজিও-তে এসেও অভিযোগ করেছেন তিনি।

রবীন মণ্ডলের দাবি, গত ১৫ই মার্চ তাঁকে শেখ শাহজাহান ফোন করেন। দুপুর আড়াইটে নাগাদ পনেরো মিনিটের মতো ফোনে কথা বলেন তিনি। শাহজাহান ঘনিষ্ঠ মফিজুল মোল্লার (এলাকায় শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত বলে দাবি রবীনের)  ফোন থেকে কথা হয়েছে বলে দাবি ওই ব্যক্তির। এ দিন টিভি ৯ বাংলার প্রতিনিধিকে রবীনবাবু বলেন, “মফিজুল আমায় ফোন ধরিয়ে দিয়ে বলে এই নে ভাই কথা বলবে। তারপর ফোন ধরতেই ওপার থেকে বলেন, আমি শেখ শাহজাহান বলছি। তোদের খুব বাড় বেড়েছে। তোরা মার্কেটের বিরুদ্ধে, আমার নামে অনেক অভিযোগ করছিস। আমি আর কয়েকদিনের মধ্যেই যাচ্ছি। তুই কী ভাবছিস আমি ছাড়া পাব না? কয়েকদিনের মধ্যেই ছাড়া পাব। বোম মারব। ঘর বাড়ি ভাঙচুর করব। আমার মতো হাজার-হাজার শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে। তোদের ব্যবস্থা করবে।”

আতঙ্কি রবীনবাবু জানিয়েছেন, ভয়ে মঙ্গলবারই কলকাতায় ইডি অফিসে আসেন তিনি। অভিযোগ জানান। একই সঙ্গে সন্দেশখালি থানাতেও অভিযোগ দায়ের করেছেন তিনি। অপরদিকে, যার মোবাইল থেকে শেখ শাহজাহান ফোন করেছিল বলে দাবি করছেন রবীন মণ্ডল, সেই মফিজুল মোল্লা টিভি ৯ বাংলাকে ফোনে বলেন, “ওর সঙ্গে কোনও কথাই হয়নি। ওর কাছে কোনও প্রমাণ আছে? আর আমার সঙ্গে শাহজাহানের কেন কথা হতে যাবে? মিথ্যে অপবাদ দিলে খুব খারাপ লাগে।”