বারাসত: মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের ২১২ তম জন্মতিথি উপলক্ষে আগামী রবিবার থেকে শুরু হচ্ছে মতুয়া মেলা। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে শুরু হচ্ছে সেই মতুয়া ধর্ম মহামেলা। সেই মেলা নিয়েই শুক্রবার টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ করেছেন মতুয়াদের গুরু হরিচাঁদ ঠাকুরের কথাও। সেই টুইটের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুর।
এক অত্যন্ত গুরুত্বপূর্ন অনুষ্ঠান হল #MatuaMahaMela2023, যেটি মতুয়া সম্প্রদায়ের স্পন্দমান সংস্কৃতিকে তুলে ধরে। আরো অনেকেই এই মেলা দেখুন, এই আমার অনুরোধ। দয়া ও সেবার পথ দেখানোর জন্য ঠাকুর শ্রীশ্রী হরিচাঁদ জীর প্রতি মানবজাতি চিরঋণী হয়ে থাকবে। https://t.co/srKlvFcGvR
— Narendra Modi (@narendramodi) March 17, 2023
টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন মতুয়া মহামেলা হল একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যা মতুয়া সম্প্রদায়ের প্রাণবন্ত সংস্কৃতি প্রদর্শন করে। আমি আরও বেশি লোককে মেলা পরিদর্শনের জন্য অনুরোধ করব। দয়া ও সেবার পথ দেখানোর জন্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে চিরকাল ঋণী হয়ে থাকবে মানবজাতি। এই টুইটের জন্য ধন্যবাদ জানিয়েছেন ঠাকুরবাড়ির দুই সদস্য।
শান্তনু ঠাকুরের দাবি, আগে রাজনৈতিক দলগুলি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মতুয়া সম্প্রদায়কে প্রকাশ্যে সেই ভাবে আসতে দেয়নি। প্রধানমন্ত্রী মতুয়াদের সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও জানান, মতুয়া মেলা উপলক্ষে আটটি দূরপাল্লার স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল নেত্রী মমতাবালা বলেন, হরি ঠাকুর মানুষের কল্যাণের জন্য কাজ করেছিলেন। তাঁর কথা প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, তার জন্য ধন্যবাদ।