Jagatdal Shootout : ২৪ ঘণ্টাও কাটল না! ভাটপাড়ার পর জগদ্দলে ফের চলল গুলি, মৃত ১

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 03, 2022 | 9:53 AM

Shoot out at Jagatdal: প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণেই এই খুন। কারণ যে খুন করেছে সে রোহিতের বন্ধু।

Jagatdal Shootout : ২৪ ঘণ্টাও কাটল না! ভাটপাড়ার পর জগদ্দলে ফের চলল গুলি, মৃত ১
রোহিত দাস, মৃত যুবক (নিজস্ব ছবি)

Follow Us

উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ার রেশ কাটতে না কাটতেই ফের শ্যুটআউটের ঘটনা জগদ্দলে। গুলি করে খুন করা হয়েছে বছর আঠারোর এক যুবককে। শনিবারই ভাটপাড়ায় এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে মৃত্যু হয় তাঁর। সেই ঘটনার এক রাত কাটতে না কাটতেই ফের গুলি চালানোর ঘটনা ঘটল।

উত্তর ২৪ পরগনার শ্যামনগর ২৬ রেলগেট পল্লী। সেখানেই চলে গুলি। মৃত্যু হয় রোহিত দাস নামে এক যুবকের। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত্রিবেলা খাওয়া-দাওয়ার পর বাড়ি থেকে বের হন রোহিত। সেই সময় আচমকা দুষ্কৃতী এসে একটি গুলি করে তাঁর পেটে। ছেলের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন বাবা। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গোলঘর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণেই এই খুন। কারণ যে খুন করেছে সে রোহিতের বন্ধু। পুলিশ জানতে পেরেছে তার নাম করণ (পদবি এখনও পর্যন্ত জানা যায়নি)। জানা গিয়েছে, দুপুর বেলা রোহিতের বাড়িতেই বসেছিল মদের আসর। সেখানে উপস্থিত ছিল আততায়ী। একসঙ্গে দুই বন্ধু মিলে খাবারও খায়। এরপর রাত্রিবেলা আড়াইটে নাগাদ ছোড়া হয় গুলি। মোট দু’রাউন্ড গুলি চলে। সকালে ঘটনা জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ দিকে, করণের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনার পর থেকে সে পলাতক। করণের পাশাপাশি আর কেউ এই কাজের সঙ্গে জড়িত কি না তাও দেখছে পুলিশ।

বস্তুত, গতকাল দুষ্কৃতীদের গুলিতে ভাটপাড়ায় মৃত্যু হয় এক যুবকের। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভাটপাড়ায়। মহম্মদ সালামুদ্দিন আনসারি ওরফে মুকুল ভাই নামে এক যুবেকর মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ভাটপাড়ার বাকড় মহল্লায় ওই যুবক থাকতেন বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কোনও পুরনো প্রতিহিংসা থেকেই কেউ এই কাজ করেছে। এখনও পর্যন্ত দুষ্কৃতীদের ধরা সম্ভব হয়নি।

Next Article