
উত্তর ২৪ পরগনা: মাথার খুলি ও হাড়-সহ ব্যাগ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বনগাঁ ঢাকাপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ব্যাগ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। পরে হেলেঞ্চার বাসিন্দা ডাক্তারি পড়ুয়া সেটিকে নিজের ব্যাগ বলে দাবি করেন। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা বনগাঁ পৌরসভার ঢাকা পাড়া এলাকায় মঙ্গলবার একটি পরিত্যক্ত ব্যাগ দেখে এলাকার মানুষের সন্দেহ হয়। ব্যাগ খুলতেই ব্যাগের মধ্যে একটি মাথার খুলি ও কয়েকটি হাড় দেখা যায়।
মুহূর্তের মধ্যেই খবর চাউর হয়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা ব্যাগ থেকে জড়ো হন। অনেকেই এই নিয়ে কানাঘুষো শুরু করেন। পরে খবর দেওয়া হয় থানায়। বনগাঁ থানার পুলিশ গিয়ে ব্যাগ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পরবর্তীতে ওই ব্যাগের ছবি দেখে হেলেঞ্চার বাসিন্দা কলকাতা নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ছাত্র শাশ্বত কুমার ঘোষ থানায় যোগাযোগ করেন। তিনি দাবি করেন, গত ৩ রা নভেম্বর ট্রেন থেকে খোয়া গিয়েছিল তাঁর এই ব্যাগ । প্র্যাকটিক্যালে ব্যবহারের জন্য ব্যাগের মধ্যে মাথার খুলি ও হাড় ছিল । এই ব্যক্তি তার ব্যাগ বলে দাবি করেছেন। পরে থানায় গিয়ে তিনি প্রমাণ দেখিয়ে তাঁর ব্যাগ সংগ্রহ করেন। শাশ্বত বলেন, “এনআরএস-এ সবে ফার্স্ট ইয়ার শেষ করেছি। ৩ তারিখ ট্রেনে আসছিলাম। মতিগঞ্জে চলে এসেছিলাম বনগাঁ স্টেশন থেকে। পরে এসে দেখি আমার ব্যাগটা নেই। ভুলেই ফেলে এসেছিলাম। আরপিএফ-কে জানিয়েছিলাম। তারপর আজ হঠাৎ মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখি ব্যাগটা পাওয়া গিয়েছে। থানায় যোগাযোগ করি”