Barasat: পাঁউরুটিতে দু’কামড় দিতেই বেরিয়ে এল পোড়া বিড়ি, পাড়ার দোকানে চা খেতে গিয়ে যা ঘটল..
Barasat: শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায়। দোকানদারকে মারধরও করা হয় বলে অভিযোগ। ক্রেতারা এদিন দোকানে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন।

বাদুড়িয়া: সাত সকালে পাড়ার চায়ের দোকানে হাজির হন অনেকেই। চায়ের সঙ্গে বিস্কুট বা পাঁউরুটি খাওয়ার অভ্যাসও আছে অনেকেরই। শুক্রবার সকালে তেমনই এলাকার কয়েকজন বাসিন্দা চায়ের দোকানে বসে খাচ্ছিলেন। হঠাৎই আজানুর রহমান নামে এক ক্রেতার হাতে থাকা পাঁউরুটির ভিতর থেকে বেরিয়ে এল পোড়া বিড়ি।
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এলাকার ঘটনা। এক ক্রেতা একটি গোলাকার পাঁউরুটি খাচ্ছিলেন এদিন। দুবার কামড় দেওয়ার পর আচমকা সেই পাঁউরুটির ভিতরে দেখা যায় উঁকি মারছে একটি বিড়ির অংশ। ভাল করে দেখলে বুঝতে অসুবিধা হয় না যে বিড়িটা কেউ টেনেছিল। অর্থাৎ আধপোড়া বিড়ি ঢোকানো ওই পাঁউরুটির মধ্যে।
সেটা দেখতে পেয়ে অত্যন্ত ক্ষুব্ধ হন ক্রেতারা। দোকান ভাঙচুর করেন তাঁরা। এতটা অস্বাস্থ্যকর খাবার কেন ক্রেতাদের হাতে পড়ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। বাদুড়িয়ার হায়দারপুর এলাকার ওই চায়ের দোকানটি শেখ মাসুদ নামে এক ব্যক্তির। দোকানদারকে মারধর করা হয় বলেও অভিযোগ।
দোকান মালিক শেখ মাসুদ জানান, তাঁর দোকানে প্রতিদিন একজন পাঁউরুটি ডেলিভারি দিয়ে যায়। ফলে, রুটির মধ্যে কী আছে, তা তার পক্ষে জানা সম্ভব নয়। তিনি কীভাবে বাইরে থেকে বুঝবেন, সেই প্রশ্নই তুলেছেন। যে রুটি দিয়ে যায়, তার সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানিয়েছেন শেখ মাসুদ।
