Subhashree Ganguly: ‘মেসির সঙ্গে ছবি, ব্যবসা করেছেন শুভশ্রী, এফআইআর হবে’, এবার উঠে এল মদন মিত্রের গ্রেফতারি প্রসঙ্গ

Subhashree Ganguly: সোমবারই টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন রাজ। কিন্তু যেখানে যুবভারতী স্টেডিয়ামে ঘটনা ঘটল, রাজ কেন টিটাগড় থানায় অভিযোগ দায়ের করলেন? অর্জুন সিং বলেন, " পুলিশের উপর প্রভাব খাটাতেই নিজের বাসস্থান এলাকা ছেড়ে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছে। পারলে গ্রেফতার করুক পুলিশ,আমরা পাশে আছি।"

Subhashree Ganguly: মেসির সঙ্গে ছবি, ব্যবসা করেছেন শুভশ্রী, এফআইআর হবে, এবার উঠে এল মদন মিত্রের গ্রেফতারি প্রসঙ্গ
শুভশ্রী গঙ্গোপাধ্যায় Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 15, 2025 | 1:51 PM

উত্তর ২৪ পরগনা:  মেসির সঙ্গে ছবি, স্ত্রীকে নিয়ে ট্রোল। রবিবারই সামাজিক মাধ্যমে পোস্ট করে তাঁর প্রতিবাদ জানিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। সোমবার তিনি টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, শুভশ্রীকে উদ্দেশ করে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। তাই তিনি আইনের পথেই হাঁটলেন। এবার তা নিয়ে মুখ খুললেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর পাল্টা অভিযোগ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়েই আসলে ব্যবসা করেছেন। গ্রেফতার করতে হবে তাঁকেই।

প্রসঙ্গত, শনিবার মেসিকে দেখতে না পেয়ে একদিকে যখন চরম রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় যুবভারতী স্টেডিয়ামে, ঠিক সেই মুহূর্তেই নিজের সামাজিক মাধ্যমে মেসির সঙ্গে ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন শুভশ্রী। তাঁর ছবির নীচে একাধিক কমেন্ট পড়তে থাকে। সেখানে শুভশ্রীর শারীরিক গঠন নিয়েও প্রশ্ন উঠতে থাকে। এই পরিস্থিতিতে রবিবার সামাজিক মাধ্যমে পোস্ট করেন রাজ। তাঁর বক্তব্য, শুভশ্রীর জায়গায় যদি বলিউডের কোনও পরিচিত মুখ থাকতেন, তাঁকেও কি একই ভাবে কটাক্ষের স্বীকার হতে হত? উল্লেখ্য, রবিবারই মুম্বইয়ে করিনা কাপুর তাঁর সন্তানদের সঙ্গে দেখা করেছেন মেসির সঙ্গে।

সোমবারই টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন রাজ। কিন্তু যেখানে যুবভারতী স্টেডিয়ামে ঘটনা ঘটল, রাজ কেন টিটাগড় থানায় অভিযোগ দায়ের করলেন? অর্জুন সিং বলেন, ” পুলিশের উপর প্রভাব খাটাতেই নিজের বাসস্থান এলাকা ছেড়ে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছে। পারলে গ্রেফতার করুক পুলিশ,আমরা পাশে আছি।”

অর্জুনের বক্তব্য,  রাজ চক্রবর্তী টিটাগড়ের বাসিন্দা নন। পুলিশের ওপর নিজের প্রভাব খাটাতে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তিনি আশ্বস্ত করেছেন, যে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তাঁকে গ্রেফতার করা হলে, পাশে দাঁড়াবেন।

অর্জুনের পাল্টা বক্তব্য, শুভশ্রীর বিরুদ্ধেই থানায় অভিযোগ জানানো দরকার। অর্জুন বলেন, “মেসির সঙ্গে ছবি তোলা মানে তো মেসিকে মার্কেটিং করা। সেখান থেকে তো রোজগার হবে। শুভশ্রী রোজগার করবে। তাঁর নামে এফআইআর হবে না? মেসির সঙ্গে ছবি তুলে মার্কেটে ছাড়লে তো ওঁর রোজগার বাড়বে। ওনারা তো অভিনেত্রী। কোটি কোটি টাকার মানুষ ওখানে তছনছ হয়েছে।” মদন মিত্রের গ্রেফতারির প্রসঙ্গ টেনে অর্জুন বলেন, “সারদা কেসে সুদীপ্ত সেনের সঙ্গে ছবি ছিল মদন মিত্রের। তার জন্য জেল খাটতে হয়েছিল। আয়োজকরা ১০০ কোটি টাকা মেরেছে, তাহলে এখানে কেন জেল হবে না?”

যদিও রাজের বক্তব্য, শুভশ্রীকে যে ধরনের মন্তব্য করা হচ্ছে, তা ব্যক্তিগত আক্রমণ, আর সেটাও রাজনৈতিকভাবে প্রভাবিত বলে জানা গিয়েছে।