
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতাImage Credit source: Tv9 Bangla
সন্দেশখালি: বিধানসভা ভোটের এক বছর আগেই বাংলা থেকে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ। বিজেপি যে বাংলার মসনদ ক্ষমতা দখলের লড়াই শুরু করে দিয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না। এই আবহের মধ্যে এবার সন্দেশখালিতে সভা করছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সমস্ত বক্তব্য এক নজরে…
- শুভেন্দু অধিকারী: ঐক্যবদ্ধ হোন। সন্দেশখালি ৭০০০ ভোটে বিজেপিকে লিড দিয়েছে। তৃণমূলকে হঠাতেই হবে। জোট বাঁধুন তৈরি হন। ভাগ হবেন না।
- শুভেন্দু অধিকারী: হরগোবিন্দ দাস, গোবিন্দ দাসদের মেরেছে। মহম্মদ সেলিম সেকুলার নেতা বলেন। বলেছিল ওরা বামপন্থী করেন। আমি কোর্টের অর্ডার নিয়ে গেলাম ওইখানে। ওদের পরিবার বলল, “দাদা বামেদের ভোট দিই। কিন্তু বাম বলে মারেনি। গলায় তুলসি ছিল। তাই দেখে মেরেছে। পশু কাটার ছুরি দিয়ে নৃশংস ভাবে মেরেছে।”
- শুভেন্দু অধিকারী: মায়েরা দেখেছেন…৩৩ বছরের রাজনৈতিক লড়াইয়ে দেখিনি ধর্ম দেখে হত্যা হয়। বিতান অধিকারীর স্ত্রী বলছেন, বিতান কলমা জানেন না, তাই মেরে দিল। এর প্রতিশোধ ভারতীয় সেনা নিয়েছে। জঙ্গিদের ঘাঁটি গুড়িয়েছে।
- শুভেন্দু অধিকারী: মমতার তোষণের রাজনীতি কোথায় গেছে ভাবতে পারবেন না। ১৮০ টা সম্প্রদায়কে ওবিসি করার সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার। তার মধ্যে ১১৯ মুসলিম কমিউনিটি। ভারতের কোথাও নেই ওবিসি A ও ওবিসি B।
- শুভেন্দু অধিকারী: হিন্দু বলে তৃণমূল অত্যাচার করছে। রাতের অন্ধকারে হিন্দু রক্ত বলিদান হচ্ছে। এদের পরিবর্তন হবে না। এদের মাথায় মমতার হাত আছে। তাই এরা বেপরোয়া। এদের জব্দ করতে শুকনো লঙ্কা জ্বালিয়ে তা নাকে জ্বালান। তবেই বিজেপি সরকার হবে।
- শুভেন্দু অধিকারী: সাধারণ মানুষ বলছে ছাব্বিশে জনতা পার্টির সরকার হবে। তার আগেই অভিযুক্তদের শাস্তি হবে। আমি গোটা রাজ্যের হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলব। না হলে বাঁচতে পারবেন না। বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে প্রতিদিন। আপনাদেরও কেউ কেউ আত্মীয় থাকে জিজ্ঞাসা করুন।
- শুভেন্দু অধিকারী: জামাই ষষ্ঠীর দিন শাহজাহানের বাহিনী এখানে নৃশংস বাহিনী সুকান্ত মণ্ডলকে খুন করেছে। আমি এই কেসটা গতবছর নিই। তখন দেখি মমতার পুলিশ অভিযুক্তদের নাম চার্জশিট থেকে বাদ দেয়। অপহরণের মামলা থেকে মুক্তি দেয়। কিন্তু আমি আইনি সাহায্য দিই। কলকাতা হাইকোর্টে গিয়ে এই কেসটা রিওপেন করাই। আগামী সোমবার হাইকোর্ট খুলছে তখন নিশ্চয়ই বিচারের বাণী জাগ্রত হবে।
- শুভেন্দু অধিকারী: প্রদীপ মণ্ডল হিন্দুদের জন্য সভা করেন। সেই দিন থেকে টার্গেট হয়েছেন তিনি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।
- শুভেন্দু অধিকারী: সন্দেশখালিতে শাহজাহান দাদাগিরি অতীত করেছি অতীত থাকবে।