Tension in Khardah: ‘ওরা সরকারি টাকা পায় তাই ওদের টাকাটা টাকা?’, ৪০ মিনিট রেল গেট বন্ধ থাকায় তুমুল উত্তেজনা খড়দহে

Tension in Khardah: এদিনও সকালে দেখা যায় একই ছবি। তারই প্রতিবাদে এদিন এলাকার প্রচুর মানুষ ক্ষোভে ফেটে পড়লেন। বিক্ষোভ শুরু হয়ে যায় রেলের কেবিন গেটের সামনে। পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বেশ কয়েকজন।

Tension in Khardah: ‘ওরা সরকারি টাকা পায় তাই ওদের টাকাটা টাকা?’, ৪০ মিনিট রেল গেট বন্ধ থাকায় তুমুল উত্তেজনা খড়দহে
কী বলছেন এলাকার লোকজন? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 14, 2025 | 7:28 PM

খড়দহ: সমস্যা দীর্ঘদিনের, অভিযোগও দীর্ঘদিনের, কিন্তু কোনও সুরাহা নেই। জেরবার সাধারণ মানুষ। আর তাতেই এদিন তুমুল বিক্ষোভ দেখা গেল খড়দহে। ৮ নম্বর রেল গেট দিয়ে প্রত্যেকদিনই প্রচুর মানুষের যাতায়াত। কিন্তু অভিযোগ, অফিসের ব্যস্ত সময়ে রোজই প্রায় ৪০ থেকে ৫০ মিনিটের উপর রেল গেট বন্ধ থাকছে। অফিস ব্যস্ত সময় তো বটেই, অন্য সময়েও প্রায়শই দেখা যাচ্ছে একই ছবি। ফলে নিত্যদিনের অফিস থেকে শুরু করে, স্কুল-কলেজে যাতায়াতের ক্ষেত্রে পূর্বপাড় থেকে পশ্চিমপাড়ে আসতে লেগে যাচ্ছে দীর্ঘ সময়। 

দুই পাড়ে দাঁড়িয়ে যাচ্ছে অসংখ্য ছোট গাড়ি থেকে রিক্সা, টোটো, বড় বড় গাড়িও। ফলে যাঁরা হেঁটে যাতায়াত করছেন তাঁদের অবস্থাও দুরহ হয়ে উঠছে। দীর্ঘ জ্যামে ফেঁসে যাচ্ছেন হাজার হাজার মানুষ। টাইমে অফিস পৌঁছানো তো যাচ্ছেই না, সঙ্গে স্কুল-কলেজের ক্ষেত্রেও দেরি হয়ে যাচ্ছে। 

এদিনও সকালে দেখা যায় একই ছবি। তারই প্রতিবাদে এদিন এলাকার প্রচুর মানুষ ক্ষোভে ফেটে পড়লেন। বিক্ষোভ শুরু হয়ে যায় রেলের কেবিন গেটের সামনে। পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বেশ কয়েকজন। ক্ষোভের সঙ্গেই একজন বললেন, “৩৫ মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি। ওরা সরকারি টাকা পায় তাই ওদের টাকাটা টাকা? আমরা প্রাইভেট ফার্মে কাজ করি, আমাদের অলরেডি ৪০ মিনিট কেটে নেবে।”