Panchayat Election Result: গণনার রাতে উত্তপ্ত অশোকনগর, লাঠিচার্জ পুলিশের, ফাটল কাঁদানে গ্যাসের সেল

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 11, 2023 | 11:49 PM

Panchayat Election Result: এদিকে জমায়েতকারীদের অভিযোগ, গণনাকেন্দ্রের বাইরে যে এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি ছিল তার বাইরে তারা ছিলেন। কিন্তু, তারপরেও লাঠিচার্জ করেছে পুলিশ।

Panchayat Election Result: গণনার রাতে উত্তপ্ত অশোকনগর, লাঠিচার্জ পুলিশের, ফাটল কাঁদানে গ্যাসের সেল
তপ্ত অশোকনগর

Follow Us

অশোকনগর: গণনার দিনেও থামল না হিংসা। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) অশোকনগরে দেখা গেল হানাহানির ছবি। ভোট গণনা (Panchayat Election Result) কেন্দ্রের সামনে ব্যাপক উত্তেজনা। জমায়েত পুলিশের। পাল্টা পুলিশের উপর ইটবৃষ্টি, বোমা ছোঁড়ার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা কাঁদানে গ্যাসের সেল ফাটালো পুলিশ। সূত্রের খবর, এদিন রাতে গণনাকেন্দ্রের বাইরে আচমকা আইএসএফ এবং সিপিআইএমের প্রচুর কর্মী সমর্থক ভিড় করতে শুরু করেন। তখনই পুলিশ ওই জমায়েত সরাতে লাঠিচার্জ শুরু করে। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় দুই দলের কর্মী-সমর্থকদের।

এদিকে জমায়েতকারীদের অভিযোগ, গণনাকেন্দ্রের বাইরে যে এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি ছিল তার বাইরে তারা ছিলেন। কিন্তু, তারপরেও লাঠিচার্জ করেছে পুলিশ। এদিকে পুলিশ যখন নির্বিচারে লাঠি চালাতে শুরু করে সেই সময় পুলিশ লক্ষ্য করে অনেকেই ইটও ছুড়তে থাকেন। তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। তখন ভিড় ভাঙতে পাল্টা কাঁদানে গ্যাসের সেল চার্জ করে পুলিশ।

ঘটনায় অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলছেন, যে অবস্থা তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণ করতেই পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। কাঁদানে গ্য়াসের সেলও ফাটাতে হয়েছে। অন্যদিকে বামেদের দাবি, ওই ভিড়ে অনেক সাধারণ মানুষও ছিল। পুলিশ কিছু না বুঝিয়েই নির্বিচারে লাঠিচার্জ করেছে। তবে পুলিশের দাবি, যাঁরা ১৪৪ ধারার মধ্যে চলে এসেছিলেন তাঁদেরই সরানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু, অনেকে সরতে না চাইলে লাঠিচার্জ করা হয়।  

Next Article