SIR: নাম বাদ যাওয়ার আশঙ্কাতেই এই হামলা, অভিযোগ আক্রান্ত BLO মানব চন্দ্রের

Khardha: উত্তর ২৪ পরগনার খড়দহে এক বিএলও-র বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই বিএলও-র বাড়িতে ইট ছোড়া হয়। দরজায় লাথি মেরে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত মানব চন্দ্র নামে ওই বিএলও। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। খড়দহ থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 10, 2025 | 5:11 PM

খড়দহ: খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে পশ্চিমবঙ্গের বিএলও-দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএলও-দের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই আবহে উত্তর ২৪ পরগনার খড়দহে এক বিএলও-র বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই বিএলও-র বাড়িতে ইট ছোড়া হয়। দরজায় লাথি মেরে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত মানব চন্দ্র নামে ওই বিএলও। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। খড়দহ থানায় অভিযোগ দায়ের হয়েছে।  এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিএলও-দের। ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া। ফর্ম বিলি ও সংগ্রহ। এবং ফর্ম ডিজিটাইজেশন করা। কাজের চাপ নিয়ে সরব হয়েছেন বিএলও-দের একাংশ। এরই মাঝে বিএলও-দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গতকালই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছিলেন, “বিএলও-রা হুমকির মুখে আছেন। এটা একটা সিরিয়াস বিষয়। বিএলও-দের নিরাপত্তা দিতে হবে।”

খড়দহ: খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে পশ্চিমবঙ্গের বিএলও-দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএলও-দের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই আবহে উত্তর ২৪ পরগনার খড়দহে এক বিএলও-র বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই বিএলও-র বাড়িতে ইট ছোড়া হয়। দরজায় লাথি মেরে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত মানব চন্দ্র নামে ওই বিএলও। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। খড়দহ থানায় অভিযোগ দায়ের হয়েছে।  এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিএলও-দের। ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া। ফর্ম বিলি ও সংগ্রহ। এবং ফর্ম ডিজিটাইজেশন করা। কাজের চাপ নিয়ে সরব হয়েছেন বিএলও-দের একাংশ। এরই মাঝে বিএলও-দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গতকালই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছিলেন, “বিএলও-রা হুমকির মুখে আছেন। এটা একটা সিরিয়াস বিষয়। বিএলও-দের নিরাপত্তা দিতে হবে।”