Police: চুরি করা শাড়ি পরে ফেসবুকে পোস্ট চোরের! কেল্লাফতে পুলিশের
Police: সাইবার প্রতারণায় এক ব্যক্তির লক্ষাধিক টাকা খোওয়া গিয়েছিল। তিনিও টাকা ফেরত পেয়েছেন। তবে এই কেসে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে বাকি সব ক’টা কেসেই হয়েছে গ্রেফতার।

মধ্য়মগ্রাম: চুরি করা শাড়ি পড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। আর তাতেই পোল খুলে গেল চোরের। শুধু শাড়ি নয়, উদ্ধার হল চুরি যাওয়া গয়নাও। এক সুতোতেই একেবারে ছ’টি কেসের কিনারা করে ফেলল মধ্য়গ্রাম থানার পুলিশ। তাতে যেমন সাইবার সংক্রান্ত কেস ছিল তেমনই বাড়ি থেকে চুরির ঘটনাও ছিল। ফেরত দেওয়া হল চুরি যাওয়া জিনিস। অভিযোগকারী আশিস দাশগুপ্ত বলছেন, “শীতকালে আমার বোনের একটা চাদর চুরি হয়ে গিয়েছিল। সন্দেহ হয় আমাদের বাড়ির কাজের মেয়ে পূজা সর্দারের উপর। পরবর্তীতে ফেসবুক স্টোরিতে দেখা যায় আমার স্ত্রীর দু’টো শাড়ি পরে ও ফেসবুক স্টোরিতে দিয়েছে। আমার ছোট মেয়ে দেখে স্ক্রিনশট নিয়ে রেখেছিল। তারপরই আমরা পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। তারপর থেকেই তদন্ত করছিল পুলিশ। বেশ কিছু সোনার গয়না, শাড়ি চুরি গিয়েছিল। শেষ পর্যন্ত আমাদের জিনিসপত্র উদ্ধার হয়েছেন।”
এদিন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতিক্ষ্যা ঝরখারিয়া অভিযোগকারীদের হাতে চুরি যাওয়া জিনিসগুলি তুলে দেন। পুলিশ সূত্রে খবর, বিগত ৪ মাসে এমন ছ’টি কেসের কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে মোট ৫ জনকে।
সাইবার প্রতারণায় এক ব্যক্তির লক্ষাধিক টাকা খোওয়া গিয়েছিল। তিনিও টাকা ফেরত পেয়েছেন। তবে এই কেসে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে বাকি সব ক’টা কেসেই হয়েছে গ্রেফতার। ধৃতদের জেরা করে গোটা চক্রের সঙ্গে আর কেউ যুক্ত কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। এলাকারই একজনের স্কুটি চুরি গিয়েছিল। সেটিও উদ্ধার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। ফিরিয়ে দেওয়া হয়েছে মালিকের কাছে।





