Barasat: খেজুরের রস খাওয়ার পরই প্রবল জ্বর, ডিসেম্বরে মৃত্যু হয় বারাসতের এই মহিলার

সবকটিই নিপা ভাইরাসের উপসর্গ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও তাঁর শরীরে নিপা ভাইরাস আছে কি না, সেই পরীক্ষা করার সুযোগই পাওয়া যায়নি। তার আগেই তিনি মারা যান। পরিবারের তরফে জানানো হয়েছে ওই মহিলা খেজুর রস খাওয়ার কিছুদিন পর থেকেই জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হন।

Barasat: খেজুরের রস খাওয়ার পরই প্রবল জ্বর, ডিসেম্বরে মৃত্যু হয় বারাসতের এই মহিলার
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 15, 2026 | 1:36 PM

বারাসত: গত কয়েকদিন ধরে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউ-তে আছেন দুই নার্স। ইতিমধ্যেই পুনের গবেষণাগার থেকে নার্সদের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় টিমও। এরই মধ্যে সামনে এসেছে এক নয়া তথ্য। এই দুই নার্স আক্রান্ত হওয়ার আগে সংশ্লিষ্ট হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়। চিকিৎসকদের অনুমান, ওই মহিলাই প্রথম নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর ওই বেসরকারি হাসপাতালে দু’জনের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার ওই দু’জনের বাড়িতে গিয়ে কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিরা কথা বলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দুজন খেজুর রস খেয়েছিলেন, তারপরই জ্বর আসে।

মৃত ওই দু’জনের মধ্যে একজন গত বছরের ১৯ ডিসেম্বর বেসরকারি হাসপাতালে ভর্তি হন ও ২২ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। জ্বর, সর্দি, কাশি, বমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা গিয়েছিল তাঁর শরীরে। সবকটিই নিপা ভাইরাসের উপসর্গ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও তাঁর শরীরে নিপা ভাইরাস আছে কি না, সেই পরীক্ষা করার সুযোগই পাওয়া যায়নি। তার আগেই তিনি মারা যান। পরিবারের তরফে জানানো হয়েছে ওই মহিলা খেজুর রস খাওয়ার কিছুদিন পর থেকেই জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হন।

গত ১৯ ডিসেম্বর ওই হাসপাতালে HDU-তে ভর্তি হওয়ার পর ওই বেসরকারি হাসপাতালের যে দু’জন নার্স আসমতারাকে পরিষেবা দিয়েছিলেন, তাঁরা বর্তমানে নিপা ভাইরাসে আক্রান্ত। একজন মহিলা নার্স কোমায় রয়েছেন। ওই দুই নার্সের সংস্পর্শে কারা এসেছেন, তা খুঁজে বের করা হচ্ছে।

এদিন কেন্দ্রীয় প্রতিনিধিরা পুনে ও মুম্বই থেকে এসে বারাসতে ওই মহিলার বাড়িতে গিয়ে খেজুর রস খাওয়ার ব্যাপারে খোঁজ নেন। ওই হাসপাতালে আরও একজন রোগী একই উপসর্গ নিয়ে ভর্তি হয়ে গত ৭ জানুয়ারি মারা যান। তাঁরও নিপা ভাইরাসের টেস্ট করা হয়নি বলে জানা গিয়েছে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে। তবে নিপা ভাইরাসের জার্ম ৬২ দিন শরীরে থাকতে পারে। ডিসেম্বরে যাঁর মৃত্যু হয়, প্রাথমিকভাবে তাঁকেই বারাসতের নিপা ভাইরাসের প্রথম বাহক বলে মনে করা হচ্ছে।