Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tilottama’s Parents: ‘আমার মেয়েও দুর্নীতির শিকার’, চাকরিহারাদের মিছিলে থাকার আশ্বাস দিয়ে বললেন তিলোত্তমার মা

Tilottama's Parents: তাঁর মেয়ের দুর্নীতির শিকার বলে মন্তব্য করে তিলোত্তমার মা বলেন, "আমার মেয়ে দুর্নীতির শিকার। মেধা থাকা সত্ত্বেও যাঁরা রাস্তায় রয়েছেন, তাঁরাও দুর্নীতির শিকার হয়েছেন। আমার মেয়ে আর ফিরে আসবে না। কিন্তু, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবসময় রাস্তায় থাকব।"

Tilottama's Parents: 'আমার মেয়েও দুর্নীতির শিকার', চাকরিহারাদের মিছিলে থাকার আশ্বাস দিয়ে বললেন তিলোত্তমার মা
২১ এপ্রিল নবান্ন অভিযানে থাকবেন তিলোত্তমার বাবা-মাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2025 | 5:06 PM

পানিহাটি: এবার চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে তিলোত্তমার বাবা-মা। আগামী ২১ এপ্রিল চাকরিহারা শিক্ষকরা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। তিলোত্তমার বাবা-মা সেই মিছিলে থাকবেন বলে জানালেন।

বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের ৩ প্রতিনিধি সোমবার পানিহাটিতে তিলোত্তমার বাড়িতে আসেন। তিলোত্তমার বাবা-মার সঙ্গে দেখা করেন। তাঁরা জানান, আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। সেই অভিযানে পাশে থাকার জন্য তিলোত্তমার বাবা-মাকে অনুরোধ জানান তাঁরা।

তিলোত্তমার বাবা-মার সঙ্গে সাক্ষাতের পর বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের প্রতিনিধিরা বলেন, ” আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছি আমরা। সেই অভিযানে অংশ নিতে তিলোত্তমার বাবা-মাকে আমন্ত্রণ জানাতে এসেছিলাম। বাংলাতে দুর্নীতির কারণে মেধাকে হত্যা করা হচ্ছে। শুধু তিলোত্তমাকে নয়, বাংলার প্রতিটি কোণায় মেধাকে হত্যা করা হচ্ছে। রাজ্য সরকারের দুর্নীতির কারণে সবাইকে পথে বসতে হয়েছে। সবাই একজোট হয়ে লড়ার আহ্বান জানিয়েই তিলোত্তমার বাবা-মার কাছে এসেছি। তাঁরা আমাদের মিছিলে থাকবেন বলে জানিয়েছেন।”

এই খবরটিও পড়ুন

এই নিয়ে তিলোত্তমার বাবা বলেন, “আমি প্রথম দিন থেকে বলছি, ওরা যে অন্যায়ের শিকার হয়েছেন, তার বিচার হওয়া প্রয়োজন। সেই বিচার চেয়েই আগামী ২১ এপ্রিল ওরা নবান্ন অভিযানে নামছে। আমরা সেই মিছিলে থাকব। যেকোনও ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে আমরা যোগ দেব। শুভবুদ্ধিসম্পন্ন সবাইকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানাই।”

তাঁর মেয়ের দুর্নীতির শিকার বলে মন্তব্য করে তিলোত্তমার মা বলেন, “আমার মেয়ে দুর্নীতির শিকার। মেধা থাকা সত্ত্বেও যাঁরা রাস্তায় রয়েছেন, তাঁরাও দুর্নীতির শিকার হয়েছেন। আমার মেয়ে আর ফিরে আসবে না। কিন্তু, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবসময় রাস্তায় থাকব।”

গত বছরের ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছিল। তিলোত্তমার নৃশংস পরিণতির প্রতিবাদে রাস্তায় নামেন সাধারণ মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোমবাতি মিছিল হয়। গত ৮ মাসে বারবার সেই ছবি দেখা গিয়েছে। এবার যোগ্য চাকরিহারারা রাস্তায় প্রতিবাদে নেমেছেন। তাঁদের পাশে দাঁড়াতে নবান্ন অভিযানে সামিল হচ্ছেন তিলোত্তমার বাবা-মা।

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'