Titagarh: ৩৮ বছরের পুজো বন্ধের নির্দেশ, টিটাগড় থানায় বিক্ষোভ

Ananta Chattopadhyay | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 03, 2024 | 4:38 PM

Titagarh: অভিযোগ, টিটাগড় ওয়াগানের মদতে এবার পুজো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে টিটাগড় থানা। পুজো বন্ধের নির্দেশে বেজায় চটেছেন পুজো কমিটির লোকজন এবং স্থানীয় বাসিন্দারা।

Titagarh: ৩৮ বছরের পুজো বন্ধের নির্দেশ, টিটাগড় থানায় বিক্ষোভ
টিটাগড় থানার সামনে বিক্ষোভ
Image Credit source: TV9 Bangla

Follow Us

টিটাগড়:  টিটাগড়ে ৩৮ বছরের পুরনো পুজো বন্ধের প্রতিবাদে থানায় বিক্ষোভ পুজো উদ্যোক্তাদের। টিটাগড় পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের এম জি রোডে ওয়াগান কারখানার সন্নিকটে ৩৮ বছর ধরে দুর্গাপুজো করছে টিটাগড় তরুণ সংঘ দুর্গাপুজো কমিটি।

অভিযোগ, টিটাগড় ওয়াগানের মদতে এবার পুজো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে টিটাগড় থানা। পুজো বন্ধের নির্দেশে বেজায় চটেছেন পুজো কমিটির লোকজন এবং স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের তরফে পুজো বন্ধের নির্দেশের প্রতিবাদ জানিয়ে থানায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান পুজো কমিটির লোকজন।

তবে পুজো কমিটির তরফে এখনও পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। পুজো কমিটির সম্পাদক নীরজ গুপ্তা বলেন, “৩৮ বছরের পুজো প্রশাসন বন্ধ করে দিতে বলেছে। টিটাগড় ওয়াগান কারখানা কতৃপক্ষের কাছে পুজোর জন্য দশ দিন চাওয়া হয়েছিল।” কিন্তু ওয়াগান কর্তৃপক্ষ তাদের পুজোতে বাধার সৃষ্টি করছে। প্রশাসনের তরফেও সহযোগিতা মিলছে না বলেও অভিযোগ করেন তিনি।

পুজো বন্ধ নিয়ে টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ বলেন,  “পুজো বন্ধ হবে না। টিটাগড় ওয়াগান কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটানো হবে।”

Next Article