দমদমে বিজেপির চা-চক্রে হামলা, গুরুতর জখম চার
প্রতিবাদে নিমতা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি (BJP) কর্মী-সমর্থকরা। বসে পড়েন স্থানীয় এমবি রোডে।
দমদম: বিজেপির চা-চক্রে (Cha Chakra) হামলা। গুরুতর জখম হলেন চার বিজেপি (BJP) কর্মী। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিমতা (Nimta) থানার সামনে বিক্ষোভ দেখান দলীয় কর্মী সমর্থকরা। শনিবার সকালে উত্তর দমদম (Uttar Dumdum) তিন নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। আহতদের পানিহাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, তাঁদের জখম গুরুতর। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে। প্রতিবাদে স্থানীয় এমবি রোড অবরোধ করে বিজেপি। তাদের দাবি, পাড়ায় পাড়ায় গুন্ডাগিরি করছে তৃণমূলের লোকেরা। চরম হেনস্তা করা হচ্ছে তাদের।
আরও পড়ুন: রাজ্যে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী, ভোটারদের মনোবল বাড়াতে চলবে টহল
বিজেপি কর্মীদের অভিযোগ, এ দিন সকালে তাদের দলীয় কর্মসূচি চা-চক্রের আয়োজন করা হয়েছিল উত্তর দমদমের তিন নম্বর ওয়ার্ডে ছোট ফিঙে এলাকায়। সেখানেই একদল দুষ্কৃতী চড়াও হয়। অভিযোগ, এলোপাথাড়ি মারধর করা হয় বিজেপির লোকজনকে। চলে চড়, ঘুষি, লাঠির আঘাতও। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। এদের মধ্যে চারজন বিজেপি কর্মীর আঘাত গুরুতর হওয়ায় পানিহাটি হাসপাতালে ভর্তি করা হয়।
বিজেপির অভিযোগ, সেখানে পুলিশ থাকলেও, তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা নেয়। এরপরই প্রতিবাদে নিমতা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। বসে পড়েন স্থানীয় এমবি রোডে। প্রায় ৩০ মিনিটের এই প্রতিবাদে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। যদিও শাসকদলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।