BJP Joining: বাড়িতে মুছে গেল ঘাসফুল, ফুটল পদ্ম, অর্জুনের হাত ধরে বিজেপিতে যোগ কাউন্সিলরের
BJP Joining: সত্যেন রায়ের অভিযোগ, দীর্ঘ দিন তিনি তৃণমূলে ছিলেন। কিন্তু দলে তিনি কোনও সম্মান পাননি। উল্টে তৃণমূলের গুন্ডারা তৃণমূলের দলীয় কার্যালয়ের মধ্যে মারধর করেন বলে অভিযোগ। মারধর করা হয় তাঁর ছেলেকেও।

বারাকপুর: ভাটপাড়ায় তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ভাটপাড়া পুরসভার ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর সত্যেন রায়ের। ভাটপাড়া পুরসভা ১০ নং ওয়ার্ডের তৃনমুল কাউন্সিলর সত্যেন রায় বৃহস্পতিবার জগদ্দল মজদুর ভবনে বিজেপিতে যোগদান করেন।
সত্যেন রায়ের অভিযোগ, দীর্ঘ দিন তিনি তৃণমূলে ছিলেন। কিন্তু দলে তিনি কোনও সম্মান পাননি। উল্টে তৃণমূলের গুন্ডারা তৃণমূলের দলীয় কার্যালয়ের মধ্যে মারধর করেন বলে অভিযোগ। মারধর করা হয় তাঁর ছেলেকেও।
বৃহস্পতিবার অর্জুন সিংয়ের উপস্থিতিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করলেন সত্যেন রায়। সত্যেন রায় বলেন, “আমার তো একটা আত্মসম্মান রয়েছে। আজকে আমার ভাইকে মারল, দল কোনও ব্যবস্থা নিল না। পরে আমাকে ফোন করে হুমকি দিচ্ছে। এই দল আর করব না। আমি দলের জন্মলগ্ন থেকে দল করতাম। কিন্তু সেই তৃণমূল আর এই তৃণমূল নেই।”
মঙ্গলবার ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় এবং তাঁর ছেলে শানু রায়কে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এসে মারধর করার অভিযোগ ওঠে। ঘটনায় দেবরাজ নামে তৃণমূলেরই এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছিলেন কাউন্সিলর। কিন্তু দল কোনও ব্যবস্থা করেনি বলে অভিযোগ করেন কাউন্সিলর। মঙ্গলবার রাতে ওই আক্রান্ত কাউন্সিলরের বাড়িতে দেখা করতে যান বিজেপি প্রার্থী অর্জুন সিং। তারপরই বৃহস্পতিবার যোগদান। কাউন্সিলরের বাড়িতে থেকে মুছে গেল ঘাস ফুল প্রতীক, ফুটল পদ্ম।





