নারায়ণগড়: ভোটের আগে তুমুল চাঞ্চল্য। উদ্ধার হল তৃণমূল নেতার ঝুলন্ত দেহ। তিনি শাসকদলের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষের পদে ছিলেন। শুধু তাই নয়, গত পাঁচ বছর ধরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। শুক্রবার তাঁর দেহ উদ্ধারে উত্তেজনা ছড়ায় এলাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম প্রলয়কুমার সিং। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরে মানসিক অবসাদে তিনি ভুগছিলেন। অর্থনৈতিক কোনও সমস্যার কারণে এই ঘটনা বলে এলাকার মানুষজন জানিয়েছেন।
জানা গিয়েছে, আজ সকালে বাড়ির পাশে একটি গাছ থেকে তার দেহ ঝুলতে দেখেন এলাকার মানুষ। খবর দেওয়া নারায়ণগড় থানার পুলিশে। তৃণমূল সূত্রে খবর, ২০১৩-২০১৮ সাল পর্যন্ত তিনি নারমা পঞ্চায়েতের প্রধান ছিলেন। পরে ২০১৮-২০২৩ নারায়ণগড় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন। এদিন দেহ উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ। পরিবারের দাবি কী কারণে এমন ঘটনা ঘটালেন প্রলয় তা তাদের অজানা। মৃতের বোন বলেন, “ভাগ্নিটা সকালবেলা যায় স্কুলে। আমার দাদাও বেরিয়েছিল। বলল একটু বেরচ্ছি। তারপর আর কথা হয়নি। আমার ঘরে কোনও ঝগড়া হয়নি। তারপর শুনি এই ঘটনা। কেন এমন করল বুঝতে পারছি না। তবে মানসিক অবসাদের কথা কখনও বলেনি। ওর ছোট-ছোট দুটো বাচ্চা আছে। কী হবে এবার।”