TMC: ‘ভাঙা জানালা-দরজা থেকে এখন পুরো বাড়িতে এসি’, সন্দেশখালিতে দলেরই বিধায়কের বিরুদ্ধে সরব তৃণমূল অঞ্চল সভাপতি

TMC: আব্দুল কাদের মোল্লার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, "আব্দুল কাদের মোল্লা একজন ক্রিমিনাল। সন্দেশখালির ভাঙিপাড়ায় যে তিনজন খুন হন, তার মূল আসামি এই আব্দুল কাদের মোল্লা। এরা শেখ শাহজাহানের সাগরেদ।"

TMC: ভাঙা জানালা-দরজা থেকে এখন পুরো বাড়িতে এসি, সন্দেশখালিতে দলেরই বিধায়কের বিরুদ্ধে সরব তৃণমূল অঞ্চল সভাপতি
আব্দুল কাদের মোল্লা (বাঁদিকে), সুকুমার মাহাতো (ডানদিকে)Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 28, 2025 | 2:13 AM

সন্দেশখালি: দু’জনেই রাজ্যের শাসকদলের নেতা। অথচ জনসভায় দলের বিধায়ককে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূলেরই অঞ্চল সভাপতি। সন্দেশখালির হাটগাছা এলাকার ঘটনা। সন্দেশখালির হাটগাছা অঞ্চলের তৃণমূলের সভাপতি আব্দুল কাদের মোল্লা। রবিবার তিনি হাটগাছায় দলের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বেলাগাম আক্রমণ করেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোকে।

দলের বিধায়ককে কটাক্ষ করে তৃণমূলের অঞ্চল সভাপতি বলেন, “বিধায়কের বইমেলায় অল্প কয়েকটা বই আর শুধু জুয়া আর মদের আড্ডা।” পাশাপাশি তিনি বিধায়ককে অসভ্য, নির্লজ্জও বলেন। এখানেই না থেমে আব্দুল কাদের মোল্লা বলেন, “বিধায়ক স্কুলশিক্ষক। তাই স্কুলের মাইনে নিচ্ছেন। পাশাপাশি বিধায়ক হিসেবে আর্থিক সুযোগ সুবিধাও নিচ্ছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।” হুমকির সুরে তিনি বলেন, “তোমার বাহাদুরি ছাড়িয়ে দেব।” বছর ১২ আগে বিধায়কের আর্থিক অবস্থা কেমন ছিল জানিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি বলেন, “২০১৩ সালে যখন প্রধান ছিলেন, তখন ভাঙা দরজা-জানালা ছিল। এখন ২২ লাখ টাকার গাড়ি, সারা বাড়িতে এসি লাগানো।”

আব্দুল কাদের মোল্লার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, “আব্দুল কাদের মোল্লা একজন ক্রিমিনাল। সন্দেশখালির ভাঙিপাড়ায় যে তিনজন খুন হন, তার মূল আসামি এই আব্দুল কাদের মোল্লা। এরা শেখ শাহজাহানের সাগরেদ।” তাঁর বিরুদ্ধে কাদের মোল্লার সরব হওয়ার কারণ নিয়ে বিধায়ক বলেন, “ওদের বিরুদ্ধে সরব হয়েছি বলে এমন মন্তব্য করছে।” তিনি জানান, বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

শাসকদলের গোষ্ঠীকোন্দল নিয়ে বিরোধীদের কটাক্ষ, “যখন শাহজাহান ছিলেন, বিধায়ক কিছু পেতেন না। এখন বিধায়ক সব লুঠছেন বলে অন্য পক্ষ এত সরব।”