Arjun Singh-Somnath Shyam: বক্সি গেলেন ঝামেলা মেটাতে, অর্জুন এলেও এলেনই না সোমনাথ
TMC: একটা সময় গোষ্ঠীকোন্দলের অভিযোগে জর্জরিত ছিল তৃণমূল কংগ্রেস। তার সঙ্গে এখন নবতম সংযোজন প্রবীণ-নবীন দ্বন্দ্ব। দলে কে আগে এসেছেন, কে পরে, তা নিয়ে এ দ্বন্দ্ব নয়। এটা একেবারেই বয়সজনিত। প্রশ্ন উঠছে, দলের প্রবীণ নেতা বক্সির ডাক সোমনাথদের এড়িয়ে যাওয়া কি আসলে প্রবীণকে এড়ানোরই কৌশল?
উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের ঝামেলা মেটাতে সুব্রত বক্সি গিয়েছিলেন নৈহাটি। উভয়কে নিয়ে বৈঠক করে সমস্যা মেটানোর কথা ছিল তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। কিন্তু কোথায় কী! দলের রাজ্য সভাপতির ডাকও এড়িয়ে গেলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, সোমনাথ শ্যামেরা। তাঁদের গরহাজিরা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। যদিও সোমনাথ শ্যামের দাবি, বৈঠকের কথা জানতেনই না তিনি। কেউ তাকে জানায়নি সে কথা। সোমনাথের বক্তব্য, “আমি কোনও মিটিং এড়াইনি। আমাকে কিছু বলা হয়নি।”
একটা সময় গোষ্ঠীকোন্দলের অভিযোগে জর্জরিত ছিল তৃণমূল কংগ্রেস। তার সঙ্গে এখন নবতম সংযোজন প্রবীণ-নবীন দ্বন্দ্ব। দলে কে আগে এসেছেন, কে পরে, তা নিয়ে এ দ্বন্দ্ব নয়। এটা একেবারেই বয়সজনিত। প্রশ্ন উঠছে, দলের প্রবীণ নেতা বক্সির ডাক সোমনাথদের এড়িয়ে যাওয়া কি আসলে প্রবীণকে এড়ানোরই কৌশল?
রাজনৈতিক মহলের দাবি, বিজেপি থেকে তৃণমূলে ‘ঘরওয়াপসি’র পর এলাকায় অর্জুনের অন্যতম অস্বস্তি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। যেহেতু একবার দল ছেড়েছেন অর্জুন, তাই প্রথম থেকে দলে থাকা সোমনাথদের দাপট এখন অনেক বেশি। এদিক ওদিক হলেই ‘গদ্দারি’র খোঁচাও খেতে হয় অর্জুনকে।
সম্প্রতি অর্জুন-সোমনাথের ঝগড়া যখন তুঙ্গে, তখন সোমনাথের পাশে দাঁড়িয়ে একুশের ভোটের কথা মনে করিয়ে দিয়েছেন স্থানীয় বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীও। সেই সুবোধ অধিকারীও আজ ডাক পেয়েছিলেন বক্সির মিটিংয়ে বলেই সূত্রের খবর। উল্লেখযোগ্যভাবে, তিনিও হাজির হননি। তবে সুবোধের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।
নৈহাটি পুরসভায় বক্সির মিটিংয়ে অর্জুন সিং গেলেও সোমনাথ, সুবোধের পাশাপাশি গরহাজির ছিলেন নৈহাটির বিধায়ক সেচমন্ত্রী পার্থ ভৌমিকও। ব্যারাকপুরে গোষ্ঠী কোন্দলের জন্য দলীয় কর্মীদের দলের শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিতেই আলোচনায় ডেকেছিলেন সুব্রত বক্সি। কিন্তু তাতে গেলেনই না বিধায়করা। সোমনাথের জন্য অপেক্ষা করে ফিরতে হয় রাজ্য সভাপতিকে। এ নিয়ে সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “বক্সিদার নৈহাটি উৎসবে আসার কথা ছিল, এসেছেন। এর বাইরে একটা কথাও আমি কাউকে বলিনি, বক্সিদাও বলেননি।”