
পানিহাটি: সিরিয়াল নম্বর ১২৬৯। জ্বলজ্বল করছে নাম শম্পা ঘোষ। জানা যাচ্ছে, তিনি আবার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে এই নিয়ে কী বললেন নির্মল?
রবিবার সাংবাদিকরা প্রতিক্রিয়া চাইতে যান নির্মলের। তিনি বারবার বললেন যে, সত্য সামনে আসবে। তবে খোলসা করে কিছু বললেন না তাঁর বৌমার নাম অযোগ্যদের তালিকায় থাকার বিষয়ে। বারেবারে বলে গেলেন, “সত্য বেরবে। কিছু না দেখে বলতে পারব না।” নির্মলের দাবি, তাঁর কাছে এখনও কোনও তালিকা এসে পৌঁছয়নি। বিষয়টি যেহেতু হাইকোর্ট-সুপ্রিম কোর্টের বিচারাধীন তাই তিনি মন্তব্য করবে না।
বিধায়ক বলেন, “আমার কাছে কোনও কাগজ নেই। বাকিটা চেক করে বলব। হাইকোর্ট-সুপ্রিম কোর্টের বিচারে সত্য বেরিয়ে আসবে।” সাংবাদিকরা প্রশ্ন করেন, বলেন, “আমি বলতে পারব না কোন স্কুলে পড়াতেন।”
উল্লেখ্য, শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ পাওয়ার পরই চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলছিলেন, এই নামগুলি তাঁরা আগেও জানতেন। তাঁরা বারবার চেয়েছিলেন লিস্ট যেন এসএসসি-র ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাঁরা বারবার বলতে গিয়েছিলেন বিকাশ ভবনে। তাঁরা এও বলেছিলেন যে কারা দাগি সেটা তাঁরা জানেন। সেই লিস্টটা দিয়ে দিক কমিশন। এখন যখন পরীক্ষা দেওয়ার প্রক্রিয়া চলছে তখন আর উপায় না পেয়ে ওরা লিস্ট প্রকাশ করল। লিস্ট তো বেরল, এরা পরীক্ষায় বসতে পারবে না তাঁরা জানতে পারলাম। কিন্তু বাকিদের চাকরি ফেরত আসবে তো?